Tuesday 2 December 2025

2024-05-01 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, কোচবিহার, ১ মে: সড়ক দুর্ঘঘটায় গুরুতর আহত হলেন তিন আরোহী সহ টোটো চালক। বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ কোচবিহারের শহর সংলগ্ন খাগড়াবাড়ি চৌপথী এলাকার পেট্রোল পাম্পের বিপরীতে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি টোটো এবং যাত্রীবাহি গাড়ির পাশাপাশি সংঘর্ষ হয়। আহত টোটো চালককে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার পুন্ডিবাড়ী থানার পুলিশ এবং দমকল বিভাগের আধিকারিকরা।
