/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2023-07-14 | দিনহাটা ,কোচবিহার | উত্তরের হাওয়া | Views : 202
উত্তরের হাওয়া, ১৪জুলাই: পঞ্চায়েত ভোট পূর্ববর্তী সময়ে মনোনয়ন প্রক্রিয়ার পর খুন হয়েছিলেন কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রামের টিয়াদহ গ্রামের দাসপাড়া এলাকার বাসিন্দা পেশায় গৃহশিক্ষক বছর আঠাশের শম্ভু দাস। তিনি ছিলেন সম্পর্কে বিজেপির স্থানীয় গ্রাম পঞ্চায়েত পদপ্রার্থী বিশাখা দাসের দেওর। এলাকায় শান্ত, ভদ্র ও অরাজনৈতিক যুবক হিসেবে পরিচিত হলেও শম্ভুর মৃত্যুকে ঘিরে হয়েছিল তৃনমুল বিজেপির রাজনৈতিক চর্চা। স্হানীয় এলাকা তো বটেই রাজ্যজুড়ে আলোড়ন ফেলেছিল এই ঘটনা। ঘটনার দিনই শম্ভুর বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানে দাঁড়িয়েই রাজনৈতিক প্রতিহিংসার কারণেই শম্ভুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন নিশীথ। পরে রাজ্যপাল সিভি আনন্দ বোস শম্ভুর পরিবারের সাথে দেখা করেন। সেখানেই বিজেপি নেতাকর্মীরা সরাসরি উদয়ন গুহের নাম করে অভিযোগ জানান। যদিও ঘটনার পর থেকেই শাসক দলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাশাপাশি বিজেপি মৃতদেহের রাজনীতি করছে বলেও পাল্টা অভিযোগ করা হয়েছে। এরপর সংবেদনশীল এই বুথে ১০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ পুলিশের কড়া নিরাপত্তায় নির্বাচন শেষ হয়। স্বভাবতই দিনহাটা ২ ব্লকের এই এলাকায় ভোটের ফল কি হয় এবং শম্ভুর মৃত্যু ভোটে কতটা প্রভাব ফেলে তা নিয়ে আগ্রহ ছিল সব মহলের। মঙ্গলবার ভোটের ফল প্রকাশের পর দেখা গেল ২০ আসন বিশিষ্ট কিশামতদশগ্রামে মোট ১৪ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে মোট ৬ টি আসন গিয়েছে বিজেপির দখলে। তবে টিয়াদহ বুথের দুটি অংশের দুটি পঞ্চায়েত আসনেই জয়ী হলেন বিজেপি প্রার্থীরা। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের ওই বুথের ১৭-১৮ সংসদ এলাকায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থী চন্দনা বর্মনকে ১১৫ ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী বিশাখা দাস। অন্যদিকে ১৭-১৯ অংশে বিজেপি প্রার্থী শিউলি বর্মন তৃণমূল প্রার্থী কালীচরণ দাসের থেকে ১৫১ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই দিনহাটা বিধানসভা জুড়ে শুরু হয়েছে শাসক বিরোধী দ্বৈরথ। এর মাঝেই গত ১৮ই জুন দিনহাটা দুই ব্লকের কিশামতদশগ্রাম গ্রামপঞ্চায়েতের টিয়াদহ এলাকায় বিজেপি প্রার্থীর দেওর শম্ভু দাসের দেহ পাট ক্ষেত থেকে উদ্ধার হয়। ঘটনার পর রাজ্য জুড়ে তৈরি হয়েছিল আলোড়ন। তাই পঞ্চায়েতের মনোনয়ন প্রক্রিয়ার সময় থেকেই রাজ্য রাজনীতিতে তোলপাড় ঘটানো এই এলাকায় বিজেপির জয় অক্সিজেন যোগাচ্ছে বিরোধী শিবিরকে। অন্যদিকে মুখে না বললেও বিজেপি প্রার্থীর দেওর খুনের ঘটনা যে জনমানসে প্রভাব ফেলেছে তা পরোক্ষে আড়ালে আবডালে মেনে নিচ্ছেন শাসকদলের অনেক নেতাকর্মীই।
# | message |
---|