Tuesday 2 December 2025

2024-03-25 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, কোচবিহার, ২৫ মার্চ: বিচারাধীন বন্দীদের যথাযথ পরীক্ষার পাশাপাশি তাদের মধ্যে মিষ্টি বিতরন করল পুলিশ। মানবিক এই ছবি কোচবিহারের তুফানগঞ্জে। রবিবার সংশ্লিষ্ট মহকুমার সংশোধনাগারে যান তুফানগঞ্জের এসডিপিও বৈভব বাঙ্গার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। সেখানে বিচারাধীন বন্দীদের সুবিধা অসুবিধা খতিয়ে দেখার পর মিষ্টিও বিতরন করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
