Sunday 25 January 2026

2023-07-24 | দিনহাটা ,কোচবিহার,রাজনীতি | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, দিনহাটা, ২৪ জুলাই : দিনহাটার পেটলা গ্রামের আলোকঝারি এলাকায় ৩ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতের ওই ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। বর্তমানে আহত বিজেপি কর্মীদের মধ্যে ২ জন দিনহাটা মহকুমা হাসপাতালে এবং ১ জন গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। আহত ওই তিন বিজেপি কর্মীর নাম যথাক্রমে মিন্টু রায়, পিন্টু রায় ও প্রদীপ রায়। এদের মধ্যে পিন্টু রায় ও মিন্টু রায় দিনহাটা মহকুমা হাসপাতালে এবং প্রদীপ রায় গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন । এদিকে তিন বিজেপি কর্মীকে মারধরের ঘটনার খবর পেয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিজেপির কোচবিহার জেলা কমিটির আমন্ত্রিত সদস্য জয়দীপ ঘোষ। তিনি এসে আক্রান্ত বিজেপি কর্মীদের শারীরিক অবস্থা খোঁজখবর নেওয়ার পাশাপাশি গোটা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন ।
