Wednesday 9 July 2025
2023-07-17 | কোচবিহার,রাজনীতি | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হওয়া, তুফানগঞ্জ, ১৭ জুলাই: পঞ্চায়েত ভোটে সিপিএম প্রার্থীদের হয়ে ভোট প্রচার করায় চারটি পরিবারকে সামাজিকভাবে বয়কট করে রাখার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ ব্লকের নাককাটিগাছ গ্রামপঞ্চায়েতের রাজার কুঠি ৯/ ২২২ বুথে।সোমবার তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে এবিষয়ে লিখিত অভিযোগ জানান ভুক্তভোগী পরিবার গুলির সদস্যরা।সিপিএম কর্মী আজাহার আলি মন্ডলের অভিযোগ, তাঁদের এলাকার ৪ টি পরিবার সিপিএমের সাথে যুক্ত রয়েছেন।পঞ্চায়েত ভোটে সিপিএম এর হয়ে এলাকায় ভোট প্রচারও করেন তারা। কিন্তু নাককাটি অঞ্চল তৃণমূলের জয় লাভের পর তাঁদের পরিবার গুলোকে সামাজিক ভাবে বয়কট করা হয়েছে। প্রতিবেশীদের সাথে মেলামেশা, জমিতে চাষাবাদ, বাজার ঘাট সমস্ত কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।ফলে রীতিমতো গ্রামে বসবাস করেও একঘরে হয়ে রয়েছেন তাঁরা। যদিও সিপিএম এর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের । সিপিএম উদ্দেশ্যেপ্রণোদিতভাবে তৃণমূল দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য শাসক দলের ।