Sunday 25 January 2026

2023-07-04 | কোচবিহার, | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৪ জুলাই ২০২৩ঃ তুফানগঞ্জ মহকুমার মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার সন্ত্রাসের অভিযোগ নিয়ে আসলো বিজেপি। শুধু তাই নয় বিজেপির একাধিক অভিযোগ করা সত্ত্বেও এলাকার প্রধান অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের রাজেশ তন্ত্রীকে প্রশাসন গ্রেপ্তার করছে না কেন তা নিয়েও সরব হয়েছেন তারা। সোমবার সকালে রীতিমতো মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। বিজেপির অন্যতম নেতৃত্ব উজ্জ্বল কান্তি বসাক নিজের বক্তব্যে বলেন, মারুগঞ্জ এলাকায় নিত্যনৈমিত্তিক বিজেপি কর্মী সমর্থক এবং প্রার্থীদের উপরে হামলা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আশ্রিত রাজেশ তন্ত্রী এবং তার দলবল। প্রায় প্রতিরাতেই বাইক বাহিনীর মিছিল করে তাদের কর্মী সমর্থকদের বাড়ি আক্রমণ করছে ভাঙচুর করছে। একাধিকবার তুফানগঞ্জ থানাতে অভিযোগ জানিও কোন লাভ হয়নি বলেও অভিযোগ করেন তিনি। প্রশাসনিক দৃষ্টি ও থাকে এডিটিং কড়া ভাষায় কটাক্ষ করেছেন উজ্জ্বল বাবু। তিনি বলেন এইভাবে চলতে থাকলে নির্বাচনের আগেই আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকবে বিজেপি। অপরদিকে অভিযোগ কে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে প্রধান অভিযুক্ত রাজেশ তন্ত্রী। তিনি বলেন এই সমস্ত নব্য বিজেপি এবং পুরনো বিজেপির মধ্যবর্তী অন্তর দ্বন্দ্ব। তৃণমূলের সঙ্গে কোন যোগাযোগ নেই।
