/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Tuesday 28 January 2025
2024-04-11 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views : 163
উত্তরের হাওয়া, কোচবিহার, ১১ এপ্রিল: বৃহস্পতিবার সাত সকালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ ব্লকের অন্তর্গত বক্সিরহাট থানার ছোটোলাওকুঠি এলাকায়। স্হানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন সকালের রান্না বান্না সেরে বাড়ির লোকেরা কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। সেসময় পরিবারের বিশেষভাবে সক্ষম ছোটো ছেলে রান্নাঘরের বারান্দায় বসেছিল। সেই সময় রান্না ঘরের উনুন থেকে অগ্নি সংযোগ ঘটে ও পুরো রান্না ঘর ভস্মীভুত হয়ে যায়। গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ও ছেলেকে উদ্ধার করে। তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান তারা এবং বক্সিরহাট দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয় ক্ষতির পরিমান প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। মোট দুটি ঘর আগুনে পুরে যায়। একটি ঘর পুরোপুরি পুড়ে ভস্মভূত হয় এবং অন্য ঘর টিতে থাকা বাড়ির মেয়ের বিয়ের সামগ্রী সব পুড়ে ছাই হয়ে যায়। তবে ঘরটি সম্পূর্ণ ভস্মভূত হওয়ার আগেই বক্সিরহাট দমকল বাহিনীরা আগুন নিয়ন্ত্রণে এনে ফেলে। বাড়ির মালিক জানান, সামনেই মেয়ের বিয়ে। বিয়ে উপলক্ষে অনেক জিনিস কেনাকাটা করেছিলাম। কিন্তু সব আজ আগুনের লেলিহান শিখায় পুড়ে নষ্ট হয়ে গেছে। ঘটনায় চঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকায়।
# | message |
---|