Friday 17 October 2025
2023-09-15 | দিনহাটা ,কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, দিনহাটা, ১৫ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রামপঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে তাজা বোমা উদ্ধারের ঘটনায় শুক্রবার উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের বুড়িরহাট ২ গ্রামপঞ্চায়েতের প্রথম খন্ড জিৎপুর এলাকায়। এদিন ভোর ৪ টা নাগাদ সংশ্লিষ্ট গ্রামপঞ্চায়েতের প্রধান পিঙ্কি বর্মন মণ্ডলের বাড়ির সামনে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন প্রধানের পরিবারের সদস্যরা। ঘটনার খবর চাউর হতেই স্হানীয় বাসিন্দা ও তৃনমুল কর্মীরা ভীড় জমান। খবর পৌছায় স্হানীয় সাহেবগঞ্জ থানার অন্তর্গত নাজিরহাট পুলিশ ফাঁড়িতে । পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে বোমা দুটি উদ্ধার করেন। প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা গৌতম বর্মন জানান, এদিন ভোরে আমার বয়স্ক বাবা মা বাইরে বেরিয়েছিলেন। সেসময়ই বাড়ির ঠিক সামনেই দুটি বোমা পড়ে থাকতে দেখেন তারা। এরপর তাদের হাকডাকেই আমাদের ঘুম ভাঙে। কে বা কারা এই কাজ করেছে আন্দাজ করতে পারছি না। বোমা ফেটে বড়সড় কোন বিপদ ঘটতে পারতো। এবিষয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, খবর পাওয়া মাত্রই ঘটনাস্হলে পৌঁছেছে পুলিশ। বোমা দুটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।