Wednesday 9 July 2025
2023-08-01 | দিনহাটা ,কোচবিহার,পড়াশোনা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, দিনহাটা, ১আগস্ট: দিনহাটা কলেজের ঘটনা নিয়ে কলেজের ছাত্র-ছাত্রী সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদকরা কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দিলেন। মঙ্গলবার দুপুরে দিনহাটা কলেজের ছাত্র ছাত্রী সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদকের একটি প্রতিনিধি দল কলেজের জ্বলন্ত সমস্যা নিয়ে অধ্যক্ষের সাথে সাক্ষাৎ এবং স্মারকলিপি প্রদান করেন বলে জানা গিয়েছে। মূলত বহিরাগত ও দুষ্কৃতী মুক্ত ক্যাম্পাস গড়তে তারা এদিন কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ২৭ শে জুলাই দিনহাটা কলেজের ঢুকে বহিরাগতদের তাণ্ডব লক্ষ্য করা যায়। রীতিমতো অধ্যক্ষের ঘরে ঢুকে আঙ্গুল উঁচিয়ে শাসানি দিতে দেখা যায় বহিরাগতদের। ইতিমধ্যেই সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল বিভিন্ন মাধ্যমে। এমনকি ভেঙ্গে ফেলা হয় কলেজের ভেতরে থাকা দুটি সিসিটিভি ক্যামেরা। এরপরেই ওই কলেজের অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে সকলেই। ঐদিন পরীক্ষা শেষ হওয়ার পরেই দিনহাটা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়। পরবর্তীতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা ওই কলেজেরই পরিচালন সমিতির সভাপতি উদয়ন গুহ ঘটনাস্থলে এসে পৌঁছান। তিনি গিয়ে আন্দোলনরত অধ্যাপক অধ্যাপিকা তাদের সাথে কথা বলার পর তাদের আশ্বস্ত করলে সেই অবরোধ উঠে যায়। এই ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। এমন পরিস্হিতিতে এবার ওই কলেজের ছাত্র ছাত্রী সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদকরা পথে নামলেন। তারা অধ্যক্ষের সাথে দেখা করার পাশাপাশি মহকুমা শাসকের কাছেও দাবি পত্র পেশ করেন।