Friday 17 October 2025
2024-05-11 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১১মে: গত ২৫ এপ্রিল রেজিস্টারকে শোকজ করা হয়। তার বিরুদ্ধে, উপাচার্যের অনুমতি না নিয়ে পারচেস এবং টেন্ডার কমিটির বৈঠক করা, অফিস অর্ডার পালন না করা, রাজভবনে চিঠি পাঠানো সহ একাধিক অভিযোগ নিয়ে এসেছিল কর্তৃপক্ষ । এই বিষয়টি নিয়ে উপাচার্য জানিয়েছিলেন, গত বছরের অক্টোবর মাসে তিনি কাজে যোগ দেন। মাস দুয়েক পর ডিসেম্বর মাসে কর্তব্যে গাফিলতি এবং অসহযোগিতার অভিযোগে রেজিস্ট্রার ড. আব্দুল কাদের সাফ্লির বিরুদ্ধে সতর্কতামূলক চিঠি পাঠিয়েছিলেন তিনি। এরপর দু’চারদিন ঠিকভাবে চললেও ফের অসহযোগিতামূলক আচরণ শুরু করেন রেজিস্ট্রার। ফলে বাধ্য হয়ে তিনি বিষয়টি আচার্যের নজরে আনেন। তাতে কিছু নির্দিষ্ট বিষয় উল্লেখ করে সাতদিনের মধ্যে কারণ বলতে বলা হয়েছিল। তাঁর উত্তর সন্তোষজনক না হলে অথবা তিনি উত্তর না দিলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল। সেই মতোই তাকে সাসপেন্ড করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে।