Wednesday 9 July 2025
2024-03-29 | কোচবিহার,রাজনীতি | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, কোচবিহার, ২৯ মার্চ: বৃহস্পতিবারের পর শুক্রবার ফের কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় প্রচারে ঝড় তুললেন লোকসভায় তৃণমূলের কোচবিহারের প্রার্থী জগদীশ বর্মা বসুনীয়া। এদিন পুর্ব নির্ধারিত সূচি মেনে শহরের বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ ও দলীয় কর্মীদের নিয়ে সভা করেন তিনি।