Wednesday 9 July 2025
2023-07-04 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৪ জুলাই: মঙ্গলবার সাতসকালে ভাইয়ের হাতে খুন হলো ভাই। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার এক নম্বর ব্লকের ময়ামারী এলাকায়। ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আহত ভাইকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক জমি নিয়ে এই চার ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। পাঁচ কাঠা জমি নিয়ে গন্ডগোল। আজ সকালে ট্রাক্টর হাল বইতে আসলে সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। বড় দুই ভাই একদিকে এবং ছোট দুই ভাই একদিকে। বড় ভাইয়ের নাম পাঞ্জাব আলী, তিনি প্রধান অভিযুক্ত, সরকারি পোষির আলী। একসময় এই পশির আলী ডাকাত হিসেবে পরিচিত ছিল এলাকায়। ঘটনার সময় তিনি তার তিন নাম্বার ভাই মোকসেদ আলীর গলায় ভালো কষ্ট দিয়ে আঘাত করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। একদম ছোট ভাইয়ের গলাতেও আঘাত করা হয়েছে তাকেও কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তার অবস্থা ও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। ঘটনা তদন্ত নেমেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। তবে ও মূল অভিযুক্ত দুই ভাই এখন ফেরার। শোকের ছায়া এলাকায়।