/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2024-03-30 | কোচবিহার,রাজনীতি | উত্তরের হাওয়া | Views : 169
উত্তরের হাওয়া, কোচবিহার, ৩০ মার্চ: ২০২৪ লোকসভা নির্বাচনের মুখে কোচবিহারে এলেন মঙ্গল পান্ডে। নির্বাচনের প্রথম দফায় ভোট রয়েছে কোচবিহারে। প্রার্থী হিসেবে রয়েছেন দেশের বিদায়ী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। স্বভাবতই হেভিওয়েট এই কেন্দ্রকে গুরুত্ব দিয়েছে বিজেপি। তাই ভোটের মুখে দলের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি ও দলীয় কর্মীদের আরও উদ্দীপ্ত করতে কোচবিহারে এলেন বিহারের নেতা দলের বিশেষ এই পর্যবেক্ষক। শনিবার তার উপস্থিতিতে একটি বিশেষ সাংগঠনিক বৈঠক আয়োজিত হয় জেলা কার্যালয়ের কনফারেন্স হলে। বিশেষ পর্যবেক্ষক ছাড়াও দলের রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক দীপক বর্মন, কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন । বৈঠকে মূলত ২০২৪ লোকসভা নির্বাচনে দলের সাথে সাধারণ মানুষের নিবীড় সংযোগ বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গল পান্ডে জানান, নির্বাচন এর লড়াই মাঠে হলেও তার স্ট্র্যাটেজি তৈরি হয় অভ্যন্তরীণ বৈঠকের মাধ্যমে। বিজেপি সূত্রে খবর, প্রধানত ছোট ছোট বৈঠক, সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ এবং মহিলাদেরকে সামনে সারিতে রেখে প্রচারের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
# | message |
---|