Friday 17 October 2025
2024-03-30 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, কোচবিহার, ৩০ মার্চ: শনিবার তল্লাশি চালিয়ে ৯৮ বোতল কাফ সিরাপ সহ এক যুবককে গ্রেপ্তার করল কোচবিহার জেলার মাথাভাঙা থানার পুলিশ। জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন সিতাই মোড় এলাকায় নাকা চেকিং চলছিল। সেসময় শিলিগুড়িগামী বাসে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯৮ বোতল অবৈধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে কোচবিহার জেলা পুলিশ ও জেলা প্রশাসনের তৎপরতায় খুশি স্হানীয়রা।