Wednesday 9 July 2025
2023-07-13 | কোচবিহার,রাজনীতি | উত্তরের হাওয়া | Views :
মহারাষ্ট্র, কর্ণাটকের পুনরাবৃত্তি এবার দিনহাটায় ! জয়ী বিজেপি প্রার্থীদের অসমে নিয়ে যাওয়ার উদ্যোগ বিজেপির। বুধবার দিনহাটার ভেটাগুরিতে তাদের অসমে গোপন ডেরায় নিয়ে যাওয়ার জন্য পথে বাস আটকানো হয়। সংশ্লিষ্ট ওই বাস মালিকের অভিযোগ, বাস মালিক ভিনরাজ্যে যেতে রাজি না হওয়ায় রাস্তায় আটকানো হয় বাস। এমনই অভিযোগ বাস মালিকের। যদিও বিজেপি নেতা অজয় রায়ের সাফাই, পঞ্চায়েত ভোটে প্রার্থীরা খাটা-খাটনি করেছেন। তাই ঘুরতে নিয়ে যাওয়ার ভাবনা। যদিও বাংলায় ভোট-হিংসার শিকার প্রায় দেড়শোজন অসমে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ কটাক্ষ ছুড়ে দিয়েছেন। মূলত কোনভাবেই যাতে বিজেপির জয়ী প্রার্থীদের দল ভাঙিয়ে নিজেদের দলের সংখ্যা বৃদ্ধি করতে না পারে তৃণমূল কংগ্রেস সেই কথা মাথায় রেখে এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। একেবারেই কর্ণাটক ও মহারাষ্ট্রের ছায়া এবার পঞ্চায়েত নির্বাচনে দিনহাটাতেও লক্ষ্য করা গেল।