Wednesday 9 July 2025
2023-10-07 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৭ অক্টোবরঃ পূজোর আগে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা। রাতের অন্ধকারে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো, চাঞ্চল্য এলাকায় জানা যায় তাপস বিশ্বাস নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে রাতের অন্ধকারে শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সকালে পাসের দোকানদার সুকুমল বিশ্বাস দোকানে এসে দেখতে পান সোনার দোকানের শাটার ভাঙ্গা তড়িঘড়ি দোকানের মালিকে খবর দেন, খবর চাউর হতেই দোকানের সামনে ভির জমে যায় ।দোকানের মালিক জানান খবর পেয়ে ছুটে এসে দেখি দোকানের শাটার ভাঙ্গা ভেতরের সোকেস ও সিন্দুক ভাঙ্গা নগদ ৫০ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার সোনা রুপা নিয়ে গেছে চোরের দল বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ ১ নং ব্লকের ধলপল ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ছাটারামপুর বাজারে। ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে।