/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2024-01-21 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views : 165
উত্তরের হাওয়া, ২১ জানুয়ারী: লোকসভা ভোটের আগেই বোমা উদ্ধার মাথাভাঙায়। রবিবার সাতসকালে মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ারবাড়ি এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ের কাছ থেকে দুটি ব্যাগ থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোকসাডাঙার থানার পুলিশ । বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায় । বিজেপির মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশীল বর্মন অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেস সংহতি দিবস রয়েছে তার আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর ও বিজেপি কর্মীদের ফাসানোর উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কোচবিহার যুব সভাপতি কমলেশ অধিকারী মন্তব্য করে বলেন, আগামী ২২ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে সংঘথ যাত্রা ডাক দেওয়া হয়েছে সেটাকে বন্ধ করার উদ্দেশ্যেই বিজেপির এই চক্রান্ত। বিজেপি সন্ত্রাসের রাজনীতিতে ভালোবাসে। সংহতি দিবসের সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ জনসংযোগে পা মেলাবেন তৃণমূল কংগ্রেসের এই যাত্রাকে রীতিমতো ভয় পাচ্ছে বিজেপি তাই এলাকায় সন্ত্রাস তৈরি করার উদ্দেশ্যে এই বোমা মজুদ করেছিল বিজেপি। পাশাপাশি তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন দ্রুত এবং উদ্ধারের ঘটনায় সন্ত্রাস কিছুটা এড়ানো গেল।
# | message |
---|