বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিকল জেনারেটর, চিকিৎসায় ভরসা মোমবাতি ও মোবাইল
উত্তরের হাওয়া, ২৫ জুন: দিনহাটা-২ ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চরম অব্যবস্থার ছবি উঠে এল। দীর্ঘদিন ধরে বিকল পড়ে রয়েছে একমাত্র জেনারেটর, আর বিদ্যুৎ না থাকলে চিকিৎসা চলে মোমবাতি বা মোবাইল টর্চের আলোতে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
বর্ষাকাল ও ঝড়বৃষ্টির সময়ে প্রায়শই ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হয়ে থাকে। এই অবস্থায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা কার্যত প্রশ্নের মুখে। স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ না থাকলে নার্স ও স্বাস্থ্যকর্মীরা কখনো মোমবাতি, কখনো মোবাইলের আলো জ্বালিয়ে রোগীদের সেবা চালান।
ভারপ্রাপ্ত বিএমওএইচ ডা. শান্তনীল দে প্রথমে জানান, "এই এলাকায় লোডশেডিং খুব একটা হয় না, তাই জেনারেটরের প্রয়োজন পড়ে না।" তবে তিনি পরে স্বীকার করেন, "গরমের দিনে হঠাৎ লোডশেডিং হলে রোগীদের সমস্যায় পড়তে হয়।"
জেনারেটর বিকল হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, "সরকারিভাবে ডিজেলের বরাদ্দ না থাকায় দীর্ঘদিন জেনারেটর চালানো হয়নি, ফলে সেটি বিকল হয়ে পড়ে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।"
উল্লেখ্য, সাহেবগঞ্জ, চৌধুরিহাট, কালমাটি ও কিশামত দশগ্রামের একাংশ সহ বিস্তীর্ণ এলাকাবাসী এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। প্রতিদিন অন্তর্বিভাগে রোগীর ভিড় লেগেই থাকে। এমন অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রের জেনারেটর বিকল থাকা চিকিৎসা ব্যবস্থার গাফিলতির পরিচয় বলেই মনে করছেন অনেকে।
সোমবার সরেজমিনে দেখা যায়, বিকল জেনারেটরটি পড়ে রয়েছে এক কোণায়, এবং সেই ঘরেই ঠাঁই নিয়েছেন দুই হাসপাতাল কর্মী। সাহেবগঞ্জের বাসিন্দা রফিকুল মিঞা বলেন, “রাতে লোডশেডিং হলে রোগীদের মোমবাতির আলোতেই থাকতে হয়। এটাই যদি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিত্র হয়, তাহলে আর কিছু বলার নেই।”
স্থানীয় বাসিন্দা দেবেন মণ্ডল বলেন, “অনেক বছর ধরেই জেনারেটর বিকল শুনছি। এই গরমে বিদ্যুৎ না থাকলে রোগীদের অবস্থা করুণ হয়।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স জানান, “লোডশেডিং হলে আমাদেরও ভুগতে হয়। রোগীদের দেখতে মোমবাতিই ভরসা।”
এই ঘটনা সম্পর্কে অবগত নন বলেই জানিয়েছেন কোচবিহার জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. রনজিৎ মণ্ডল। তিনি জানান, “বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
Wednesday