Wednesday 12 March 2025




সর্বশেষ













আলিপুরদুয়ারে বাইসনের তাণ্ডব! আহত দুই, আতঙ্কে এলাকাবাসী।

উত্তরের হাওয়া, ১২ মার্চ: আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নানডালা চা বাগানে মঙ্গলবার সকাল থেকে দাপিয়ে বেড়াচ্ছে একটি বাইসন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ছয়টা নাগাদ বাইসনটি হঠাৎ করেই চা বাগানে ঢুকে পড়ে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দু’জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন শান্তি তিরকি (৩৫) নামে এক মহিলা ও নিতেশ উরাও (১৬) নামে এক যুবক। স্থানীয় বাসিন্দারা জানান, বাইসনটি হঠাৎ আক্রমণ করে, যার ফলে তারা গুরুতর আহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দলগাঁও রেঞ্জের বনকর্মীরা এবং বীরপাড়া থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত বাইসনটি এলাকায় ঘোরাফেরা করছে, যার ফলে আতঙ্ক কাটছে না। বনদপ্তর ও পুলিশ কর্মীরা পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন এবং বাইসনটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও এলাকায় বাইসনের দেখা মিলেছে, তবে এবারের মতো তাণ্ডব খুব কমই হয়েছে। বাইসনটি যাতে আরও কোনো ক্ষতি না করতে পারে, সে জন্য বন দপ্তর দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।

Wednesday

আলিপুরদুয়ারে বাইসনের তাণ্ডব! আহত দুই, আতঙ্কে এলাকাবাসী।

Wednesday : উত্তরের হাওয়া, ১২ মার্চ: আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নানডালা চা বাগানে মঙ্গলবার সকাল থেকে দাপিয়ে বেড়াচ্ছে একটি বাইসন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ছয়টা নাগাদ বাইসনটি হঠাৎ করেই চা বাগানে ঢুকে পড়ে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দু’জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন শান্তি তিরকি (৩৫) নামে এক মহিলা ও নিতেশ উরাও (১৬) নামে এক যুবক। স্থানীয় বাসিন্দারা জানান, বাইসনটি হঠাৎ আক্রমণ করে, যার ফলে তারা গুরুতর আহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দলগাঁও রেঞ্জের বনকর্মীরা এবং বীরপাড়া থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত বাইসনটি এলাকায় ঘোরাফেরা করছে, যার ফলে আতঙ্ক কাটছে না। বনদপ্তর ও পুলিশ কর্মীরা পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন এবং বাইসনটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও এলাকায় বাইসনের দেখা মিলেছে, তবে এবারের মতো তাণ্ডব খুব কমই হয়েছে। বাইসনটি যাতে আরও কোনো ক্ষতি না করতে পারে, সে জন্য বন দপ্তর দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।

2025-03-12

শীতলকুচিতে মর্মান্তিক দুর্ঘটনা, হাই টেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তিন টিউবওয়েল মিস্ত্রির।

Monday : উত্তরের হাওয়া, ১০ মার্চ: কোচবিহারের শীতলকুচির ষোলোচালা এলাকায় ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। হাই টেনশন বিদ্যুৎ তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন তিনজন টিউবওয়েল মিস্ত্রি। ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি বরফ কল স্থাপনের জন্য টিউবওয়েলের জলের পাইপ বসানোর কাজ চলছিল। স্থানীয় তিন কল মিস্ত্রি লোহার পাইপ ভূগর্ভস্থ জলস্তরে পৌঁছে দিতে খননকাজ করছিলেন। কাজ চলাকালীন লোহার পাইপটি অসাবধানতাবশত মাথার ওপরে থাকা হাই টেনশন তারের সংস্পর্শে চলে আসে। এরপরই ঘটে চরম দুর্ঘটনা। প্রবল বিদ্যুতের শক খেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনজন। কোনো প্রতিরোধের সুযোগ না দিয়েই তাদের মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে গেলেও ততক্ষণে সব শেষ। এই খবর লেখা পর্যন্ত তিনজনের পরিচয় জানা যায়নি। তবে প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, হাই টেনশন তারের নিচে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের তরফ থেকে ভবিষ্যতে এমন ঘটনা রোধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটাই এখন দেখার বিষয়।

2025-03-10

চলন্ত সরকারী বাসে আগুন, আতঙ্ক ময়নাগুড়িতে

Monday : উত্তরের হাওয়া, ১০ মার্চ: জলপাইগুড়ির ময়নাগুড়ি সুভাষ নগর এলাকায় চলন্ত সরকারি বাসে আচমকাই ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যাত্রীবোঝাই বাসটি জলপাইগুড়ি থেকে মালবাজারের দিকে যাচ্ছিল। পথেই হঠাৎ আগুন ধরে যায় বাসটিতে, ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কের মধ্যে বাস থেকে নামতে গিয়ে চালকসহ চারজন আহত হন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

2025-03-10

তিন মাসে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধানের আশ্বাস নির্বাচন কমিশনের

Friday : উত্তরের হাওয়া, ৭ মার্চ: ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল, তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধান করবে তারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার ঢোকাচ্ছে। তার দাবি, প্রতিটি বিধানসভায় ২০-৩০ হাজার ভুয়া ভোটার যুক্ত করা হচ্ছে। মমতা বলেন, "বাংলা বহিরাগতদের সম্মান করতে জানে, কিন্তু বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে দেবে না।" এদিকে, নির্বাচন কমিশনের সাফাই, একই এপিক নম্বর থাকলেই কোনো ভোটার ভুয়া প্রমাণিত হয় না। কারণ, রাজ্য ও ভৌগলিক অবস্থান অনুযায়ী ভোটারের ঠিকানা, বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্র আলাদা হতে পারে। তবুও, এই সমস্যা সমাধানে কমিশন তিন মাস সময় নিয়েছে। তৃণমূলের অভিযোগ, দিল্লির নির্বাচন কমিশন অফিসে বসে আধার কার্ডের তথ্য কারসাজির মাধ্যমে বাংলার ভোটারদের নামের সঙ্গে অন্য রাজ্যের ভোটারদের নাম যুক্ত করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ডুপ্লিকেট এপিক নম্বর থাকা মানেই কারচুপি নয়, তবে বিভ্রান্তি দূর করতে তারা দ্রুত ব্যবস্থা নেবে। এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে, যেখানে তৃণমূল এটিকে ষড়যন্ত্র বলছে, আর কমিশন এটিকে প্রশাসনিক জটিলতা হিসেবে দেখছে।

2025-03-07

দিনহাটা

দিনহাটায় তৃণমূল কংগ্রেসের কর্মীসভা: ২৩ ফেব্রুয়ারির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা আবুতারা হাইস্কুলের মাঠে

Saturday : উত্তরের হাওয়া, ২২ফেব্রুয়ারি: দিনহাটায় তৃণমূল কংগ্রেসের ডাকে ২৩ ফেব্রুয়ারির আসন্ন সমাবেশ সফল করতে আবুতারা হাই স্কুলের মাঠে এক জোরদার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সহ গোবরা, ছাড়া, নয়াহাট অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্বও এই সভায় অংশগ্রহণ করেন। কর্মীসভায় মন্ত্রী উদয়ন গুহ ২৩ ফেব্রুয়ারির সমাবেশের গুরুত্ব তুলে ধরে বলেন, "এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক আয়োজন নয়, বরং এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আমাদের দলের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সমাবেশ।" তিনি সমাবেশ সফল করতে সকল কর্মী ও সমর্থকদের একযোগে কাজ করার আহ্বান জানান। দিনহাটা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, "আমাদের কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই এই সমাবেশকে সফল করে তুলবে। আমরা স্থানীয় জনগণের সমস্যা ও তাদের আশা-আকাঙ্ক্ষাকে এই সমাবেশের মাধ্যমে উচ্চস্বরে তুলে ধরব।" গোবরা, ছাড়া, নয়াহাট অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্বও এই সভায় অংশ নিয়ে সমাবেশ সফল করতে স্থানীয় কর্মীদের সঙ্গে আলোচনা করেন। তারা এলাকার জনগণের মধ্যে সমাবেশের বার্তা পৌঁছে দেওয়ার জন্য কর্মীদের নির্দেশনা দেন। ২৩ ফেব্রুয়ারির সমাবেশকে ঘিরে দিনহাটায় তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি এখন তুঙ্গে। স্থানীয় কর্মী ও নেতৃত্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই সমাবেশকে একটি ঐতিহাসিক ঘটনায় পরিণত করতে পারে বলে আশা করা হচ্ছে। এই সমাবেশের মাধ্যমে তৃণমূল কংগ্রেস রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পগুলোর সাফল্যকে জনগণের সামনে তুলে ধরবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়লো বি ডি ও র কাছে।

Thursday : উত্তরের হাওয়া, ২০ফেব্রুয়ারি: চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়াদের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল পেতে পড়ুয়াদের কাছ থেকে ৫০ টাকা করে নেওয়া হচ্ছে। এছাড়াও, বিদ্যালয় উন্নয়ন তহবিলের নাম করে প্রত্যেক পড়ুয়ার কাছ থেকে ৫০০ টাকা আদায় করা হচ্ছে। এই টাকা দেওয়ার ক্ষেত্রে অনেক পরিবার আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রধান শিক্ষকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইলে তাদের দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রধান শিক্ষক ভবতোষ মন্ডল এই অভিযোগ স্বীকার করেছেন, তবে তিনি বলেছেন যে সাইকেলগুলি নিয়ে আসতে খরচ হয়, তাই ৫০ টাকা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেছেন যে যারা টাকা দিতে পারবে না, তাদের বাধ্য করা হচ্ছে না। উন্নয়ন তহবিলের ৫০০ টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেছেন যে এটি বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের জন্য ধার্য করা হয়েছে এবং যারা দিতে অপারগ, তাদের জন্য ছাড় রয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে এবং অনেকেই এই ঘটনার নিন্দা করেছেন। দিনহাটা ২ ব্লকের বিডিও নিতীশ তামাং জানিয়েছেন যে অভিযোগপত্র হাতে পেলে বিষয়টি তদন্ত করা হবে।

সংহতি ময়দানে তৃণমূল কংগ্রেসের জনসভার প্রস্তুতি সভা উদয়নের

Sunday : উত্তরের হাওয়া, ৯ ফেব্রুয়ারীঃ কোচবিহার জেলায় বিধানসভা ভিত্তিক সভা সদ্য শেষ হয়েছে। এবার দিনহাটার সংহতি ময়দানে ২৩ ফেব্রুয়ারি বিশেষ সভা করবে তৃণমূল কংগ্রেস। সভায় কর্মীদের জমায়েত করতে জোরদার প্রস্তুতি শুরু করলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এ ব্যাপারে দিনহাটার আপন ঘরে প্রস্তুতি বৈঠক করলেন মন্ত্রী উদয়ন গুহ। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি বঞ্চনা সহ একাধিক ইস্যুতে দিনহাটা শহরে ওই সভার ডাক দেওয়া হয়েছে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসাবে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই ওই সভা বলে রাজনৈতিক মহলের অনেকের ধারণা। দিল্লি বিধানসভায় বিজেপির জয়ের পর কিছুটা উজ্জীবিত বিজেপি। ফলে আগামী বিধানসভা ভোটে জমজমাট লড়াই হতে চলেছে এমন আলোচনাও চলছে।

আধুনিক চাষবাস সম্পর্কে কৃষকদের দক্ষ করে তুলতে কৃষকদের নিয়ে এক আলোচনা সভা

Thursday : উত্তরের হাওয়া, ৬ ফেব্রুয়ারি: আধুনিক চাষবাস সম্পর্কে কৃষকদের দক্ষ করে তুলতে কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার দিনহাটা এক নম্বর ব্লকের জামবাড়ি এলাকায় জামবাড়ি ফারমার্সের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে এদিনের এই সভার উদ্বোধন করেন দিনহাটা এক নম্বর ব্লক কৃষি আধিকারিক কাজল কান্তি বর্মন। উপস্থিত ছিলেন কাজল কান্তি বর্মন ছাড়াও শিক্ষক সৈকত সরকার, তাপস বর্মন প্রমূখ। এই আলোচনা সভায় আধুনিক চাষবাস সম্পর্কে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, ধান, পাট, তামাক কেবলমাত্র সেকেলের চাষ পদ্ধতির মধ্যে বর্তমান কৃষকদের সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের আধুনিক শিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই আধুনিক শিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারলে কৃষকরা চাষবাস করে আর্থিক দিক থেকে লাভবান হতে পারবেন না। কাজেই প্রতিটি কৃষককে আধুনিক চাষ সম্পর্কে প্রতিনিয়ত বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে চলতে হবে। তারা বলেন, বর্তমানে গ্রামেগঞ্জে ভুট্টা চাষ অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। পাশাপাশি প্রচুর পরিমাণ জমিতে আলু চাষ হচ্ছে। কিন্তু ভুট্টা গাছে অনেক সময় নানা ধরনের পোকার উপদ্রব হয়। কিভাবে ফসলকে সেই পোকার হাত থেকে বাঁচানো যায় সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। পাশাপাশি কোন ধরনের সার প্রয়োগ করলে অধিক ফলন আসবে প্রতিটি ফসলের ক্ষেত্রে সে জ্ঞান কৃষকদের জ্ঞান থাকাটা জরুরী। এদিনের এই আলোচনা সভায় জামবাড়ি সহ আশপাশ এলাকার ব্যাপক সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন।

দিল্লিতে কর্মরত পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র যাচাইয়ের নামে হয়রানি বন্ধ করা সহ একাধিক দাবিতে স্মারকলিপি সারাভারত ফরওয়ার্ড ব্লক

Monday : উত্তরের হাওয়া, ৬ জানুয়ারি: সোমবার সারাভারত ফরওয়ার্ড ব্লকের দিনহাটা পূর্ব লোকাল কমিটির ব্যবস্থাপনায় ও নেতৃত্বে সাহেবগঞ্জে মিছিল, বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান কর্মসুচি আয়োজিত হয়। মুলত দিল্লিতে কর্মরত পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র যাচাইয়ের নামে হয়রানি বন্ধ করা, নব্যভারতীয়দের যথাযথ পরিচয়পত্র প্রদান, আবাস যোজনায় দলমত নির্বিশেষে প্রকৃত দুঃস্থদের অন্তভু্ক্তিকরন, কাটাতার লাগোয়া জমিতে কৃষকদের ইচ্ছে মতো ফসল লাগাতে দেওয়া সহ বিভিন্ন দাবীতে সাহেবগঞ্জ বিডিও দপ্তরে প্রতিবাদ কর্মসুচিতে নেমেছেন তারা। এদিন বেলা দেড়টা নাগাদ সাহেবগঞ্জ বিডিও দপ্তর সংলগ্ন এলাকায় মিছিল করে দপ্তরের সামনে জমায়েত করেন তারা। এরপর নিজেদের দাবী গুলি নিয়ে বিক্ষোভ প্রদর্শনের পর বিডিও এর সাথে দেখা করে তাদের একটি প্রতিনিধি দল। এরপর বিডিও নিতীশ তামাং এর হাতে দাবী পত্র তুলে দেওয়া হয়।এদিনের কর্মসুচিতে ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রউফ, দিনহাটা পূর্ব লোকাল কমিটির সম্পাদক বিকাশ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। ব্লক প্রশাসন দাবীগুলি খতিয়ে দেখে ব্যবস্হা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

কোচবিহার

শীতলকুচিতে মর্মান্তিক দুর্ঘটনা, হাই টেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তিন টিউবওয়েল মিস্ত্রির।

Monday : উত্তরের হাওয়া, ১০ মার্চ: কোচবিহারের শীতলকুচির ষোলোচালা এলাকায় ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। হাই টেনশন বিদ্যুৎ তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন তিনজন টিউবওয়েল মিস্ত্রি। ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি বরফ কল স্থাপনের জন্য টিউবওয়েলের জলের পাইপ বসানোর কাজ চলছিল। স্থানীয় তিন কল মিস্ত্রি লোহার পাইপ ভূগর্ভস্থ জলস্তরে পৌঁছে দিতে খননকাজ করছিলেন। কাজ চলাকালীন লোহার পাইপটি অসাবধানতাবশত মাথার ওপরে থাকা হাই টেনশন তারের সংস্পর্শে চলে আসে। এরপরই ঘটে চরম দুর্ঘটনা। প্রবল বিদ্যুতের শক খেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনজন। কোনো প্রতিরোধের সুযোগ না দিয়েই তাদের মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে গেলেও ততক্ষণে সব শেষ। এই খবর লেখা পর্যন্ত তিনজনের পরিচয় জানা যায়নি। তবে প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, হাই টেনশন তারের নিচে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের তরফ থেকে ভবিষ্যতে এমন ঘটনা রোধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটাই এখন দেখার বিষয়।

তুফানগঞ্জে তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে ধরনায় চাকরিপ্রার্থী

Sunday : উত্তরের হাওয়া, ২ মার্চ: কোচবিহারের তুফানগঞ্জে এক তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে সাড়ে ৯ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারিত চাকরিপ্রার্থী নেপু হালদার টাকা ফেরতের দাবিতে সরাসরি অভিযুক্ত নেতা সজল সরকারের বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে ধরনায় বসেছেন। শনিবার তুফানগঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নেপু হালদারের অভিযোগ, বহু বছর আগে আপার প্রাইমারিতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল নেতা সজল সরকার তার কাছ থেকে সাড়ে ৯ লক্ষ টাকা নেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও চাকরি মেলেনি, এবং টাকা ফেরত চাওয়ায় নানা অজুহাত দেখানো হয়েছে। বাধ্য হয়ে তিনি সরাসরি সজল সরকারের বাড়ির সামনে প্রতিবাদে বসেছেন এবং দাবি করেছেন, যতক্ষণ না টাকা ফেরত দেওয়া হয়, ততক্ষণ তিনি এখানেই অবস্থান করবেন। তিনি আরও দাবি করেছেন যে, শুধু তিনিই নন, অন্তত ১০-১৫ জন চাকরিপ্রার্থী একইভাবে প্রতারিত হয়েছেন। অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল নেতা সজল সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ঘটনার খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং সজল সরকারকে জিজ্ঞাসাবাদ করেছে। চাকরি সংক্রান্ত দুর্নীতির মামলাগুলি ইতিমধ্যেই রাজ্যের উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এই প্রেক্ষাপটে নতুন করে এমন অভিযোগ উঠে আসায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

দুই শতাব্দীর ঐতিহ্যের রক্ষক গুরুতর অসুস্থ, হাসপাতালে লড়ছেন রাসচক্র কারিগর আলতাফ মিয়া

Thursday : উত্তরের হাওয়া, ২৭ ফেব্রুয়ারি: কোচবিহারের ঐতিহ্যবাহী রাস উৎসবের অন্যতম প্রধান কারিগর আলতাফ মিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আলতাফ মিয়ার স্ত্রী বাবলি বিবি বলেন, “তিনি খুবই অসুস্থ। চিকিৎসকরা চেষ্টা করছেন, তবে তার শারীরিক অবস্থা ভালো নয়। সবাই দোয়া করুন।” এদিকে, বিষয়টি জানার পর প্রশাসনের পক্ষ থেকে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ কোচবিহারের রাজ আমল থেকেই রাসচক্র তৈরির দায়িত্ব এক মুসলিম পরিবারের হাতে রয়েছে। মহারাজা নৃপেন্দ্র নারায়ণের শাসনামলে এই দায়িত্ব পান হরিণচওড়া এলাকার কারিগর পান মহম্মদ মিঞা। তার মৃত্যুর পর এই ঐতিহ্য রক্ষা করেছেন তার ছেলে আজিস মিঞা, আর বর্তমানে সেই দায়িত্ব পালন করে আসছিলেন আলতাফ মিয়া। বর্তমানে আলতাফ মিয়ার অসুস্থতার কারণে রাসচক্র তৈরির দায়িত্ব তার ছেলে আমিনুরের ওপর বর্তেছে। তবে অভিজ্ঞ কারিগরের অভাব কি এই ঐতিহ্যে প্রভাব ফেলবে—এটাই এখন ভাবাচ্ছে স্থানীয়দের। দুই শতাব্দীর বেশি সময় ধরে চলে আসা রাস উৎসবে মুসলিম কারিগরদের এই ভূমিকা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে আলতাফ মিয়ার অসুস্থতা ও উত্তরসূরিদের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

মাত্র ৬ ঘণ্টায় চুরি যাওয়া গয়না উদ্ধার, অভিযুক্ত গ্রেফতার

Friday : উত্তরের হাওয়া, ২১ ফেব্রুয়ারি: কোচবিহার জেলা পুলিশের সাফল্য অব্যাহত। আজ ফের অসাধারণ দক্ষতায় মাত্র ৬ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া গয়না উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করল শীতলকুচি থানা পুলিশ। আকরাহাট এলাকার সুবাম জুয়েলারি ওয়ার্কশপে চুরির ঘটনাটি ২১ ফেব্রুয়ারি রাতে ঘটে। ২১ ফেব্রুয়ারি সকালে দোকান মালিক অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়। তদন্তে জানা যায়, ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের গোদাইখোরা এলাকার বাসিন্দা সঞ্জু বর্মন (১৮) চুরির সঙ্গে যুক্ত। আধুনিক প্রযুক্তির সাহায্যে এবং স্থানীয় সূত্র ধরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পর তার বাড়ি থেকে সম্পূর্ণ চুরি যাওয়া গয়না উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গয়না আইনি প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে। পুলিশের এই দ্রুত অভিযানে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন। পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও তারা কঠোর অবস্থান নেবে।

ব্যাংকে জাল নোট জমা দিতে এসে জাল নোট সহ ধৃত এক।

Tuesday : উত্তরের হাওয়া, ১১ ফেব্রুয়ারি: ব্যাংকে জাল নোট জমা দিতে এসে জাল নোট সহ ধৃত এক। জাল নোট উদ্ধার করল কোচবিহার পুলিশ। মঙ্গলবার কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ওই নোট উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে ১৯ টি জাল পাঁচশো টাকার নোট। যা ১৯,৫০০ টাকা বলে কোচবিহারের একটি ব্যাংকে জমা দিতে এসেছিলেন পানিশালার এক বাসিন্দা। তা দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। কী করে ওই সংখ্যক নোট গুলি তার কাছে এসেছে, এর পেছনে কোনো চক্র কাজ করছে কিনা সেসব নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের এক কর্তা জানিয়েছেন ধৃত ওই ব্যক্তির নাম আজিজুল হক।

রাজ্য

আলিপুরদুয়ারে বাইসনের তাণ্ডব! আহত দুই, আতঙ্কে এলাকাবাসী।

Wednesday : উত্তরের হাওয়া, ১২ মার্চ: আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নানডালা চা বাগানে মঙ্গলবার সকাল থেকে দাপিয়ে বেড়াচ্ছে একটি বাইসন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ছয়টা নাগাদ বাইসনটি হঠাৎ করেই চা বাগানে ঢুকে পড়ে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দু’জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন শান্তি তিরকি (৩৫) নামে এক মহিলা ও নিতেশ উরাও (১৬) নামে এক যুবক। স্থানীয় বাসিন্দারা জানান, বাইসনটি হঠাৎ আক্রমণ করে, যার ফলে তারা গুরুতর আহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দলগাঁও রেঞ্জের বনকর্মীরা এবং বীরপাড়া থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত বাইসনটি এলাকায় ঘোরাফেরা করছে, যার ফলে আতঙ্ক কাটছে না। বনদপ্তর ও পুলিশ কর্মীরা পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন এবং বাইসনটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও এলাকায় বাইসনের দেখা মিলেছে, তবে এবারের মতো তাণ্ডব খুব কমই হয়েছে। বাইসনটি যাতে আরও কোনো ক্ষতি না করতে পারে, সে জন্য বন দপ্তর দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।

চলন্ত সরকারী বাসে আগুন, আতঙ্ক ময়নাগুড়িতে

Monday : উত্তরের হাওয়া, ১০ মার্চ: জলপাইগুড়ির ময়নাগুড়ি সুভাষ নগর এলাকায় চলন্ত সরকারি বাসে আচমকাই ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যাত্রীবোঝাই বাসটি জলপাইগুড়ি থেকে মালবাজারের দিকে যাচ্ছিল। পথেই হঠাৎ আগুন ধরে যায় বাসটিতে, ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কের মধ্যে বাস থেকে নামতে গিয়ে চালকসহ চারজন আহত হন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

তিন মাসে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধানের আশ্বাস নির্বাচন কমিশনের

Friday : উত্তরের হাওয়া, ৭ মার্চ: ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল, তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধান করবে তারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার ঢোকাচ্ছে। তার দাবি, প্রতিটি বিধানসভায় ২০-৩০ হাজার ভুয়া ভোটার যুক্ত করা হচ্ছে। মমতা বলেন, "বাংলা বহিরাগতদের সম্মান করতে জানে, কিন্তু বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে দেবে না।" এদিকে, নির্বাচন কমিশনের সাফাই, একই এপিক নম্বর থাকলেই কোনো ভোটার ভুয়া প্রমাণিত হয় না। কারণ, রাজ্য ও ভৌগলিক অবস্থান অনুযায়ী ভোটারের ঠিকানা, বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্র আলাদা হতে পারে। তবুও, এই সমস্যা সমাধানে কমিশন তিন মাস সময় নিয়েছে। তৃণমূলের অভিযোগ, দিল্লির নির্বাচন কমিশন অফিসে বসে আধার কার্ডের তথ্য কারসাজির মাধ্যমে বাংলার ভোটারদের নামের সঙ্গে অন্য রাজ্যের ভোটারদের নাম যুক্ত করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ডুপ্লিকেট এপিক নম্বর থাকা মানেই কারচুপি নয়, তবে বিভ্রান্তি দূর করতে তারা দ্রুত ব্যবস্থা নেবে। এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে, যেখানে তৃণমূল এটিকে ষড়যন্ত্র বলছে, আর কমিশন এটিকে প্রশাসনিক জটিলতা হিসেবে দেখছে।

কৃষকদের দাবি উপেক্ষিত, ধূপগুড়িতে সিপিএম কৃষক সভার পথ অবরোধে জনজীবন বিপর্যস্ত।

Friday : উত্তরের হাওয়া, ২৮ ফেব্রুয়ারি: দশ দফা দাবিতে ধূপগুড়ি শহরের সুপার মার্কেট মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বামপন্থী সংগঠন সিপিএম-এর কৃষক সভা। মূলত আলুর বন্ড, ১০০ দিনের কাজসহ কৃষকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করেই এই আন্দোলন সংগঠিত হয়। দীর্ঘক্ষণ ধরে চলা এই অবরোধের ফলে শহরের মূল সড়ক ও ফালাকাটা রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ ও যানবাহন চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। কৃষক সভার দাবি, রাজ্য ও কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রতি উদাসীন। ন্যায্য মূল্যে ফসল বিক্রি, ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদান, সার ও কীটনাশকের দাম নিয়ন্ত্রণসহ একাধিক বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

বালাসোরে নিউ জলপাইগুড়ি-চেন্নাই এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা।

Saturday : উত্তরের হাওয়া, ২২ ফেব্রুয়ারি: ওড়িশার বালাসোর জেলার সাবিরা স্টেশনের কাছে নিউ জলপাইগুড়ি-চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনের ইঞ্জিনের নিচ থেকে ট্র্যাকশন মোটরসহ অন্যান্য যন্ত্রাংশ খুলে পড়ায় এই ঘটনা ঘটে। তবে চালকের দ্রুত সিদ্ধান্ত ও সতর্কতার কারণে ট্রেনটি সময়মতো থামানো সম্ভব হয়, ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। তবে কী কারণে ইঞ্জিনের যন্ত্রাংশ খুলে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের জুন মাসে বালাসোরেই এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, যেখানে তিনটি ট্রেনের সংঘর্ষে ২৯৬ জনের প্রাণহানি ঘটে এবং ১২০০-র বেশি মানুষ আহত হন। সেই ঘটনার পর থেকে রেলওয়ে নিরাপত্তার ওপর বিশেষ নজর দেওয়া হলেও, আজকের ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলে দিল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত লাইনচ্যুত ট্রেনটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ চলছে এবং তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

দেশ

তিন মাসে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধানের আশ্বাস নির্বাচন কমিশনের

Friday : উত্তরের হাওয়া, ৭ মার্চ: ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল, তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধান করবে তারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার ঢোকাচ্ছে। তার দাবি, প্রতিটি বিধানসভায় ২০-৩০ হাজার ভুয়া ভোটার যুক্ত করা হচ্ছে। মমতা বলেন, "বাংলা বহিরাগতদের সম্মান করতে জানে, কিন্তু বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে দেবে না।" এদিকে, নির্বাচন কমিশনের সাফাই, একই এপিক নম্বর থাকলেই কোনো ভোটার ভুয়া প্রমাণিত হয় না। কারণ, রাজ্য ও ভৌগলিক অবস্থান অনুযায়ী ভোটারের ঠিকানা, বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্র আলাদা হতে পারে। তবুও, এই সমস্যা সমাধানে কমিশন তিন মাস সময় নিয়েছে। তৃণমূলের অভিযোগ, দিল্লির নির্বাচন কমিশন অফিসে বসে আধার কার্ডের তথ্য কারসাজির মাধ্যমে বাংলার ভোটারদের নামের সঙ্গে অন্য রাজ্যের ভোটারদের নাম যুক্ত করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ডুপ্লিকেট এপিক নম্বর থাকা মানেই কারচুপি নয়, তবে বিভ্রান্তি দূর করতে তারা দ্রুত ব্যবস্থা নেবে। এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে, যেখানে তৃণমূল এটিকে ষড়যন্ত্র বলছে, আর কমিশন এটিকে প্রশাসনিক জটিলতা হিসেবে দেখছে।

ভেঙে পড়ল বুলেট ট্রেনের জন্য নির্মীয়মাণ সেতু, বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা।

Tuesday : উত্তরের হাওয়া, ৫ নভেম্বেরঃ ভয়াবহ দুর্ঘটনা! ভেঙে পড়ল বুলেট ট্রেনের জন্য নির্মীয়মাণ সেতু, বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা। গুজরাতে ভয়াবহ দুর্ঘটনা। তৈরির সময়েই ভেঙে পড়ল বুলেট ট্রেন চলাচলের জন্য নির্মীয়মান সেতু। ঘটনাটি ঘটেছে গুজরাতের আনন্দে। ভাসাড়ের কাছে শ্রমিকরা বুলেট ট্রেনের জন্য সেতু নির্মাণের কাজ করছিলেন। সেই সময়ই হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই আনন্দ পুলিশ, দমকল বাহিনী এবং প্রশাসনিক কর্তারা উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে ক্রেন এবং অন্যান্য যন্ত্রপাতি দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই সময় বেশ কিছু শ্রমিক সিমেন্টের স্ল্যাবগুলির নীচে ছিলেন। সেতুটি ভেঙে পড়ায় বেশ কিছু শ্রমিক সেখানে আটকা থাকতে পারে বলে জানা গিয়েছে। ব্রিজের ভেঙে পড়া অংশের নীচ থেকে ইতিমধ্যেই একজন শ্রমিককে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে, আরও বেশ কয়েক জন শ্রমিক আটকে থাকতে পারেন।

স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে করা হল পঁচাত্তর হাজার টাকা

Tuesday : উত্তরের হাওয়া, ২৩ জুলাই: অপরিবর্তিত রইল আয়কর, আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বেতনভোগী সাধারণ নাগরিক এখনও পর্যন্ত নতুন করব্যবস্থাকে সেভাবে গ্রহণ করেননি। বিশেষ করে বেতন পান যাঁরা। তাই ২৫ লক্ষের বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ কর আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে কেনাকাটাও বাড়বে, সঙ্গে মানুষ সঞ্চয়ের দিকেও এগেবোন বলে ধারণা অর্থনৈতিক বিশেষজ্ঞদের। ইনকাম ট্যাক্স নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হল ৭৫ হাজার টাকা। এছাড়া এমন কিছু পরিবর্তন করা হল যাতে, নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ করতে পারবেন করদাতারা। নতুন আয়কর কাঠামোয় কর জমা দিলে , ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫% আয়কর দিতে হবে। ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০% আয়কর দিতে হবে। ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫% আয় দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০% আয়কর দিতে হবে। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর। পুরনো ট্যাক্স কাঠামোয় আলাদ করে কোনও পরিবর্তনও করা হল না, সুরাহা করা হল না। সেইসঙ্গে ঘোষণা, সময়ে TDS না দিলে অপরাধ নয়। এছাড়া ক্যাপিট্যাল গেনে ছাড় ১ লক্ষ থেকে বাড়িয়ে করা হল ২.২৫ লক্ষ। বাজেটে ই-কমার্সের উপর TDS কমানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস দিলেন সীতারমণ। দেরিতে আয়কর জমা দিলে তুলনায় কম জরিমানা। জানিয়ে দিলেন অর্থমন্ত্রী।

এডিজি বিএসএফ গুয়াহাটি সীমান্তের অধীনে কোচবিহার আন্তর্জাতিক সীমান্তের অপারেশনাল প্রস্তুতির পর্যালোচনা

Friday : উত্তরের হাওয়া, ২৯ মার্চঃ শ্রী রবি গান্ধী, ADG, পূর্বাঞ্চলীয় কমান্ড, বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ গোপালপুর সেক্টর কোচবিহার সফরের সময়, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং বিএসএফ-এর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেন আজ। এডিজি বিএসএফ সেক্টর হেড কোয়ার্টার বিএসএফ গোপালপুর পরিদর্শন করেন যেখানে তাকে এলাকার বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ, বাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং ভারত-বাংলাদেশ সীমান্তে এই চ্যালেঞ্জ মোকাবেলার ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। তিনি বিএসএফ-এর গোপালপুর ও কোচবিহার সেক্টরের দায়িত্বের এলাকায় বিদ্যমান নদীপথ এবং বেড়িবিহীন সীমান্তের পরিস্থিতিও খতিয়ে দেখেন। শ্রী রবি গান্ধী, ADG সীমান্ত পরিদর্শন করেছেন মোতায়েন করা বর্ডারম্যানদের সাথে মতবিনিময় করেন এবং চ্যালেঞ্জিং পরিবেশে সীমানা রক্ষায় তাদের অক্লান্ত প্রচেষ্টা এবং তাদের নিষ্ঠার প্রশংসা করেছেন।

গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

Thursday : উত্তরের হাওয়া, ২১মার্চ: ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এই ঘটনা ঘটল। আর স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। সূত্রের খবর আজ সন্ধে ৬টা নাগাদ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে যায় ইডি। তারপরই দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরা শুরু করে তাঁরা। কেজরিওয়ালকে বারবার হেডকোয়ার্টারে নিয়ে যেতে চাইছিল ইডি। কিন্তু তাতে রাজি হননি অরবিন্দ কেজরিওয়াল। এদিকে খবর পেয়েই কেজরিওয়ালের বাড়ির সামনে ভিড় করতে শুরু করেন আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। ২ ঘণ্টা কেজরিওয়ালকে জেরা করার পরেই তাকে গ্রেফতার করে ইডি।

বিশ্ব

খেলা

দীর্ঘ প্রতীক্ষার অবসান দিনহাটা শহরে মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা

Tuesday : উত্তরের হাওয়া, ২জানুয়ারি: দীর্ঘ প্রতীক্ষার অবসান দিনহাটা শহরে মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা হলো। মঙ্গলবার শহরের পাইওনিয়ার ক্লাব প্রাঙ্গনে মিনি স্টেডিয়াম তৈরির কাজে সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি বয়েজ ক্লাব এলাকা থেকে চড়ক মেলা মাঠ পর্যন্ত হাইড্রেন তৈরির কাজের সূচনাও হয় এদিন। জানা গেছে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ২৩ হাজার ৫৯৬ টাকা ব্যয়ে তৈরি হবে এই দুটি প্রকল্প উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায়। এদিনের অনুষ্ঠানে সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌরভ ভট্টাচার্য, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, পাইওয়নিয়ার ক্লাবের সভাপতি ডঃ অমল বসাক সহ আরো অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী উদয়ন গুহ জানান, ছয় মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে এই মিনি ইনডোর স্টেডিয়াম। খেলাধুলার বিভিন্ন রকম সুযোগ-সুবিধা মিলবে সেখানে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই মিনি স্টেডিয়াম পুরোপুরি ভাবে তৈরি করে দিলেও দেখভালের দায়িত্বে থাকবে ক্লাব কতৃপক্ষের এমনটাই তিনি জানিয়েছেন। বলা বাহুল্য, ১৯৮৮ সালে দিনহাটা শহর সংলগ্ন পুঁটিমারিতে স্টেডিয়াম তৈরির জন্য ৬ একর জমি কেনা হয়। তখন রাজ্যে বামফ্রন্ট সরকার। রাজ্যের যুব কল্যাণ দফতরের দেওয়া আর্থিক বরাদ্দে ওই জমি কেনা হয়। সরকারি নিয়ম মেনেই মহকুমা ক্রীড়া সংস্থা এবং দিনহাটা–১ পঞ্চায়েত সমিতির মালিকাধীন বলে জমির ‘দলিল’ তৈরি হয়।তারপর প্রায় ৩৪ বছরেরও বেশি সময়কেটে গিয়েছে। সীমানা পাঁচিল ছাড়া স্টেডিয়াম তৈরির কিছুই হয়নি। তা নিয়ে বিস্তর বিতর্ক হলেও কেউই সমস্যার সমাধান করতে পারেননি। আদৌ কি সেই স্টেডিয়াম তৈরি হবে সেই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ঠিক তখনই দিনহাটা শহরের বুকে মিনি স্টেডিয়াম গড়ে তোলার কাজের সূচনা হলো এদিন। পুটিমারি সংলগ্ন এলাকায় সেই স্টেডিয়ামের বিষয় নিয়ে এদিন মন্ত্রী উদয়ন গুহ কে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্টেডিয়াম আর মিনি স্টেডিয়ামের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। সে সময় যারা সেখানে স্টেডিয়ামের পরিকল্পনা করেছিলেন সেই সময় হয়তো পরিকল্পনার খানিকটা খামতি ছিল। সেখানে গাড়ি পার্কিং, অ্যাপ্রোচ, প্রবেশ পথের কোনরকম চিন্তাভাবনা হয়নি। সব মিলিয়ে একটা ঘাটতি থেকে গেছে। তবে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি ক্ষেত্রে সব কিছু ব্যবস্থায় থাকছে বলেও তিনি জানান। স্বাভাবিকভাবেই মিনি ইনডোর স্টেডিয়াম দিনহাটায় তৈরি হচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে খুশির হাওয়া এবং ক্রীড়া প্রেমীরা অত্যন্ত খুশি এমনটাই জানা গেছে।

তানিয়াকে সম্বর্ধনা দিল কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন

Tuesday : উত্তরের হাওয়া, ৪জুলাই: কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় ভারতীয় মহিলা ফুটবল দলের সদস্যা কুমারী তানিয়া কামতি কে। উল্লেখ্য দিনহাটার মেয়ে তানিয়া কামতি একজন অতি সাধারণ ট্যাক্সি ড্রাইভার এর মেয়ে। নিজের অধ্যবসায় ও সাধনার ফলে আজকে সে জাতীয় ফুটবল দলে স্থান পেয়েছে। বাংলাদেশের সদ্য সমাপ্ত সাফ কেমসে ভারতীয় মহিলা ফুটবল এর হয়ে অংশ নিয়েছিল তানিয়া কামতি। এই আন্তর্জাতিক স্তরের খেলায় তানিয়ার পারফরম্যান্স দিনহাটা কোচবিহার এমনকি পশ্চিমবাংলা তথা ভারতের মান উঁচু করে। আজ মঙ্গলবার বিকেল চারটায় কোচবিহারের স্টেডিয়াম সংলগ্ন ডিস্ট্রিক স্পোর্টস এসোসিয়েশনের সভাকক্ষে তাকে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দত্ত। সহ-সভাপতি অমলেশ সরকার, সহ-সভাপতি তপন ঘোষ এবং সহ-সভাপতি অশোক হাজরা।

রাজনীতি

তিন মাসে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধানের আশ্বাস নির্বাচন কমিশনের

Friday : উত্তরের হাওয়া, ৭ মার্চ: ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল, তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধান করবে তারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার ঢোকাচ্ছে। তার দাবি, প্রতিটি বিধানসভায় ২০-৩০ হাজার ভুয়া ভোটার যুক্ত করা হচ্ছে। মমতা বলেন, "বাংলা বহিরাগতদের সম্মান করতে জানে, কিন্তু বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে দেবে না।" এদিকে, নির্বাচন কমিশনের সাফাই, একই এপিক নম্বর থাকলেই কোনো ভোটার ভুয়া প্রমাণিত হয় না। কারণ, রাজ্য ও ভৌগলিক অবস্থান অনুযায়ী ভোটারের ঠিকানা, বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্র আলাদা হতে পারে। তবুও, এই সমস্যা সমাধানে কমিশন তিন মাস সময় নিয়েছে। তৃণমূলের অভিযোগ, দিল্লির নির্বাচন কমিশন অফিসে বসে আধার কার্ডের তথ্য কারসাজির মাধ্যমে বাংলার ভোটারদের নামের সঙ্গে অন্য রাজ্যের ভোটারদের নাম যুক্ত করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ডুপ্লিকেট এপিক নম্বর থাকা মানেই কারচুপি নয়, তবে বিভ্রান্তি দূর করতে তারা দ্রুত ব্যবস্থা নেবে। এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে, যেখানে তৃণমূল এটিকে ষড়যন্ত্র বলছে, আর কমিশন এটিকে প্রশাসনিক জটিলতা হিসেবে দেখছে।

সংহতি ময়দানে তৃণমূল কংগ্রেসের জনসভার প্রস্তুতি সভা উদয়নের

Sunday : উত্তরের হাওয়া, ৯ ফেব্রুয়ারীঃ কোচবিহার জেলায় বিধানসভা ভিত্তিক সভা সদ্য শেষ হয়েছে। এবার দিনহাটার সংহতি ময়দানে ২৩ ফেব্রুয়ারি বিশেষ সভা করবে তৃণমূল কংগ্রেস। সভায় কর্মীদের জমায়েত করতে জোরদার প্রস্তুতি শুরু করলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এ ব্যাপারে দিনহাটার আপন ঘরে প্রস্তুতি বৈঠক করলেন মন্ত্রী উদয়ন গুহ। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি বঞ্চনা সহ একাধিক ইস্যুতে দিনহাটা শহরে ওই সভার ডাক দেওয়া হয়েছে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসাবে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই ওই সভা বলে রাজনৈতিক মহলের অনেকের ধারণা। দিল্লি বিধানসভায় বিজেপির জয়ের পর কিছুটা উজ্জীবিত বিজেপি। ফলে আগামী বিধানসভা ভোটে জমজমাট লড়াই হতে চলেছে এমন আলোচনাও চলছে।

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত কারার দাবীতে প্রতিবাদ মিছিল সি পি এম এর

Monday : উত্তরের হাওয়া, ২ডিসেম্বর: বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত কারার দাবীতে ও লাগাতার নির্যাতন বন্ধের দাবিতে CPI (M) দিনহাটা ডাকে প্রতিবাদ মিছিলে। প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে চওড়াহাট বাজার হয়ে সাহেবগঞ্জ রোড হয়ে চৌপথীতে শেষ হয়। উপস্থিত ছিলেন সি পি আই (এম) জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর পাল, জেলা কমিটি সদস্য শুভ্রালোক দাস, সুজাতা চক্রবর্তী, দিনহাটা এরিয়া সম্পাদক জয় চৌধুরী, ভেটাগুড়ি - নিগমনগর এরিয়া সম্পাদক উৎপল আচার্য্য, বামনহাটা এরিয়া দেবেন বর্মন, বর্ষিয়ান পার্টি নেতৃত্ব ইনসাফ উদ্দিন আহমেদ প্রমুখ।

সিপিএম এর দিনহাটা এরিয়া তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত দিনহাটা শহরে

Sunday : উত্তরের হাওয়া, ১৭ নভেম্বরঃ সিপিআই(এম) দিনহাটা এরিয়া ৩ য় সম্মেলন অনুষ্ঠিত হলো আজ দিনহাটা শহরে। কমরেড সীতারাম ইয়েচুরি ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর (দিনহাটা শহর) কমরেড হোসেন চন্দ্র সাহা ও কমরেড আমিনুর ইসলাম মঞ্চ,কমরেড তরুণ চন্দ্র কক্ষে।এদিন সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলন করেন প্রবীণ সিপিআই (এম) নেতা অমল আচার্য্য।এরপর বিদায়ী সম্পাদক প্রবীর পাল সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়।সম্মেলন থেকে দিনহাটা শহর ও ভেটাগুড়ি - নিগমনগর দুটি আলাদা কমিটি গঠন হয়।দিনহাটা এরিয়া কমিটির মোট ১৪ জনের কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটির সম্পাদক নির্বাচিত হয় জয় চৌধুরী।ভেটাগুড়ি - নিগমনগর এরিয়া কমিটির মোট ১৭ জনের কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটির সম্পাদক নির্বাচিত হয় উৎপল আচার্য্য।

সিতাই এর তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রার্থী সংগিতা রায়ের মধ্যে নিজের দিদিকে খুঁজে পেলেন

Sunday : উত্তরের হাওয়া, ৩ নভেম্বেরঃ সিতাই বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগিতা রায় দলীয় নেতাদের সাথে ভাতৃত্বের বন্ধন মজবুত করে ভাইফোঁটা উদযাপন করেছেন, যার মধ্যে সামিল ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মণ, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং তাঁর বিধানসভা কেন্দ্রের স্থানীয় অঞ্চল নেতারা, যাদের সাথে তিনি ভ্রাতৃসুলভ আচরণ করেছেন। রবিবার "ভাই-বোনের বন্ধন" কে সম্মান জানানোর এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানটি স্থানীয় নেতাদের একত্রিত করে, ধর্মীয় বিভেদকে অতিক্রম করে ঐক্যের প্রদর্শন করে। প্রার্থী সংগিতা সমর্থকদের কাছে স্নেহের "দিদি" নামে পরিচিত। সংগিতা রায় তাদের কপালে পবিত্র ফোঁটা দেন, তাদের প্রতি তার ভালবাসা প্রকাশ করে একটি চিঠি দেন এবং তাদের মিষ্টি খাওয়ান। দলীয় কর্মীদের উদ্দেশ্যে সংগিতা রায় চিঠিতে বলেছেন, "আজকের ভ্রাতৃদ্বিতীয়ার পবিত্র দিনে, আপনার সার্বিক মঙ্গল কামনা করছি। আপনার আশীর্বাদ, ভালোবাসা এবং সমর্থন ছাড়া আমার আগামীর পথ সুমসৃণ হবে না। এটাই আমার পথচলার প্রেরণা।" সিতাই এখন শুধু একজন প্রার্থী নয়, সংগিতা রায়ের মধ্যে একজন দিদিকে পেয়েছে বলে মনে করছেন সিতাই এর তৃনমূল কর্মী সমর্থকরা।

রাশিফল

লাইফস্টাইল




Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 1014135