/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Tuesday 22 April 2025
2025-03-12 | রাজ্য | উত্তরের হাওয়া | Views : 7996
উত্তরের হাওয়া, ১২ মার্চ: আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নানডালা চা বাগানে মঙ্গলবার সকাল থেকে দাপিয়ে বেড়াচ্ছে একটি বাইসন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ছয়টা নাগাদ বাইসনটি হঠাৎ করেই চা বাগানে ঢুকে পড়ে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দু’জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন শান্তি তিরকি (৩৫) নামে এক মহিলা ও নিতেশ উরাও (১৬) নামে এক যুবক। স্থানীয় বাসিন্দারা জানান, বাইসনটি হঠাৎ আক্রমণ করে, যার ফলে তারা গুরুতর আহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দলগাঁও রেঞ্জের বনকর্মীরা এবং বীরপাড়া থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত বাইসনটি এলাকায় ঘোরাফেরা করছে, যার ফলে আতঙ্ক কাটছে না। বনদপ্তর ও পুলিশ কর্মীরা পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন এবং বাইসনটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও এলাকায় বাইসনের দেখা মিলেছে, তবে এবারের মতো তাণ্ডব খুব কমই হয়েছে। বাইসনটি যাতে আরও কোনো ক্ষতি না করতে পারে, সে জন্য বন দপ্তর দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।
# | message |
---|