Wednesday 9 July 2025
2025-03-10 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১০ মার্চ: জলপাইগুড়ির ময়নাগুড়ি সুভাষ নগর এলাকায় চলন্ত সরকারি বাসে আচমকাই ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যাত্রীবোঝাই বাসটি জলপাইগুড়ি থেকে মালবাজারের দিকে যাচ্ছিল। পথেই হঠাৎ আগুন ধরে যায় বাসটিতে, ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কের মধ্যে বাস থেকে নামতে গিয়ে চালকসহ চারজন আহত হন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।