/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Sunday 23 March 2025
2024-06-12 | কোচবিহার,রাজ্য | উত্তরের হাওয়া | Views : 556
উত্তরের হওয়া, ১২ জুন: বয়স প্রায় ১০০ কাছাকাছি। আজও নিয়ম নিষ্ঠা মেনে করে চলেছেন ৬০ উর্ধ্ব জামাইয়ের ষষ্ঠীর বরণ। দিনহাটার নিগমনগরের বাসিন্দা বিরসী বালা নাথ, বয়স প্রায় ১০০ কাছাকাছি হতে চলেছে। স্বাভাবিকভাবেই জামাই এর বয়সও ৬০ পেরিয়ে গিয়েছে। তবে বয়স বেড়ে গেলেও বাঙালি রীতিনীতিতে ভাটা পড়েনি এতটুকুও। আজও প্রতিবছর জামাইষষ্ঠীর দিনে জামাইকে বরণ করেন তিনি। এবং ৬০ ঊর্ধ জামাই ও তার স্ত্রী শাশুড়ি মায়ের থেকে আশীর্বাদ নিতে অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য। সম্পূর্ণ বাঙালি প্রথায় বিরসী দেবী বরণ করেন তাঁর জামাইকে। আসনে বসে থাকেন জামাই। এরপর জামাইয়ের সামনে দেওয়া হয় ফলাহার। যার মধ্যে থাকে আম, কাঁঠাল, লিচু, কলা সহ বিভিন্ন রকমের মিষ্টি। প্রথমে গঙ্গাজল দিয়ে শাশুড়ি মা তার জামাই ও মেয়েকে করেন বরণ। এরপর ধান-দুর্বা দিয়ে জামাই এবং মেয়েকে আশীর্বাদ করেন। তারা সকলেই বৃদ্ধা বিরোসী দেবীর পা ছুঁয়ে প্রণাম করেন। এরপর পাঁচ রকমের গোটা ফল কাঁসার থালায় জামাইয়ের হাতে তুলে দেন শাশুড়ি। তারপর জামাইকে দেওয়া হয় তালপাতার পাখা দিয়ে হাওয়া, যেটি অন্যতম রীতি জামাই ষষ্ঠীর। স্বাভাবিকভাবেই জামাইষষ্ঠী উপলক্ষ্যে খাওয়া-দাওয়ার পর্ব ছাপিয়ে এই বাঙালি অনুষ্ঠানের যে রীতিনীতি আজও বজায় রেখেছেন বিরসী দেবী তা সমাজের চোখে স্থাপন করেছে দৃষ্টান্ত।
# | message |
---|