Saturday 12 July 2025
2025-01-01 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হওয়া, ১ জানুয়ারী: আজকে এক মহতি ও জাকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হয়ে গেল আল-হাবিব মিশন (গার্লস), বড় নলঙ্গিবাড়ি, সাহেবেরহাট, কোচবিহার-এর। উদ্বোধন করেন কোচবিহার জেলাপরিষদের সহ-সভাধিপতি ও বিশিষ্ট আইনজীবী আব্দুল জলিল আহমেদ। উপস্থিত ছিলেন ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন মেম্বার রশিদুল হক। প্রধান অতিথির আসন অলংকৃত করেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা মহাবিদ্যালয়ের অধ্যাপক ডাঃ বাপ্পা সরকার। উদ্বোধনের পর আল-হাবিব মিশন (গার্লস) এর কর্ণধার আব্দুল হাবিব জানান, " পিছিয়ে পড়া মেয়েদের আধুনিক ও গুনগত শিক্ষাদানের মধ্যদিয়ে মেয়েদের সর্বাঙ্গীন বিকাশ সাধনই আমাদের উদ্দেশ্য। " স্থানীয়দের মধ্যে মেয়েদের জন্য এই মিশন যথেষ্ট গুরুত্বপূর্ণ। আগামী দিনে এই মিশন থেকে মেয়েরা আরও উন্নতির শিখরে পৌঁছাবে।