Sunday 25 January 2026

2024-08-01 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, কোচবিহার, ১ অগাস্ট : বিজেপি কর্মীকে বেধড়ক মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় বুধবার রাতে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের নাটাবাড়িতে। সংশ্লিষ্ট এলাকার চন্দ্রকুমার দাসকে বিজেপি করার অপরাধে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা অতর্কিত আক্রমন করেছেন বলে অভিযোগ। যদিও অভিযোগের সত্যতা অস্বীকার করেছে শাসক দল। আক্রান্ত বিজেপি কর্মী জানান, বিজেপির কার্যকারিনী সভা শেষে এদিন রাতে বাড়ি ফিরছিলাম। সেসময় নাটাবাড়ি চৌপথি সংলগ্ন এলাকায় আমায় বেধড়ক মারধর ও টাকা ছিনতাই করা হয়। ঘটনার বিচার চেয়ে থানায় অভিযোগ জানিয়েছি।
