Tuesday 2 December 2025

2024-03-09 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৯ মার্চ: নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের পরিচালনায় বিদ্যালয়ের ২০০০ সালের মাধ্যমিক ব্যাচের পড়ুয়া প্রাক্তনী ও বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় শনিবার। এদিন বিদ্যালয়ের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৮ রান তোলে প্রাক্তনীরা। জবাবে ব্যাট করতে নেমে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় শিক্ষকদের দল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অনির্বা জানান, এভাবেই ছাত্র শিক্ষকদের মধ্যে একটা ঐক্য বজায় থাকে। এছাড়াও আগামী ২০২৫ সালে বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ উপলক্ষে একটি রিইউনিয়ান ক্রিকেট টুর্নামেন্ট চালুর ইচ্ছা রয়েছে। সকল প্রাক্তনীদের বিদ্যালয়ের সাথে যোগাযোগ করার আহ্বান জানান। এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তনীদের পক্ষ থেকে কিছু গাছের চারা বিদ্যালয়ের হাতে তুলে দেয়।
