Friday 4 July 2025
2024-06-13 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, দিনহাটা, ১৩ জুন: দিনহাটা ২ ব্লকের গোবড়াছড়া নয়ারহাট গ্রামপঞ্চায়েতে চলতি মরশুমে আমন ধানের প্রদর্শনী ক্ষেত্র করবে ব্লক কৃষি দপ্তর। সেই উদ্যোগকে সফল করতে বুধবার একপ্রস্থ আলোচনা করেছিল দপ্তর। এরপর বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকার ১৫০ জন কৃষককে ধানবীজ ও ধানবীজ শোধনের রাসায়নিক দিল ব্লক কৃষি দপ্তর। ব্লক সহকৃষিঅধিকর্তা শুভাশীষ চক্রবর্তী জানান, এনএফএসএম (প্যাডি) প্রকল্পের আওতায় এদিন কৃষিসামগ্রী বিতরন করা হয়েছে। খুব শীঘ্রই প্রদর্শনী ক্ষেত্র কে সফল করতে সর্বতোভাবে চেষ্টা করা হবে।