Wednesday 9 July 2025
2024-07-12 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া কোচবিহার, ১২ জুলাই: দিন দুপুরে সিমেন্ট ব্যবসায়ীর গলায় কাটারি দিয়ে কোপাল ফুটপাতের ভাগা পানের বিক্রেতা। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ধর্মতলা মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় ব্যবসায়ী সুশান্ত দেবের গলায় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। আহত ওই ব্যবসায়ী বর্তমানে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত পান বিক্রেতাকে ধরতে গেলেই পান বিক্রেতা ছুটে গিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন। বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। ইতিমধ্যেই স্থানীয় কোতোয়ালি থানার পুলিশ পুরো বিষয়টি বিশদে খতিয়ে দেখছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্মতলা মোড়ে দীর্ঘদিন ধরেই পানের ব্যবসা করে আসছেন অভিযুক্ত ওই ব্যক্তি। সম্প্রতি ফুটপাত থেকে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদের ঘটনার পর কয়েকদিন সেই ব্যবসায়ী পানের দোকান বন্ধ রেখেছিলেন। কিন্তু এদিন ফের রাস্তার পাশে নর্দমার উপর পসরা সাজিয়েছিলেন ওই পান বিক্রেতা। স্থানীয় সিমেন্ট ব্যবসায়ী এবং তার কর্মচারীরা এনিয়ে প্রতিবাদ জানাতেই দোকানে আবর্জনা ছুড়তে থাকেন ওই পান বিক্রেতা এবং এনিয়ে দুপক্ষের বচসাও হয়। সেসময়ই অতর্কিত ব্যবসায়ীর গলায় ধারালো অস্ত্রের কোপ দেয় ওই পান বিক্রেতা।