/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Sunday 23 March 2025
2024-06-07 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views : 240
উত্তরের হাওয়া, ৭জুন: জাল সোনার বারের একটি অংশসহ সফিকুল ইসলাম, ফকরুদ্দিন, এনামুল হক নামে তিনজনকে গ্রেফতার করেছে দিনহাটা থানার পুলিশ। ধুতরা যেকোন মোবাইল নম্বরে এলোমেলোভাবে ফোন করত এবং বাজার মূল্যের চেয়ে কম মূল্যের স্বর্ণ কেনার প্রস্তাব করত এবং জানিয়েছিল যে তারা মাটি খননের সময় এই সোনার বার পেয়েছে। এ কথা শুনে কয়েকজন স্বর্ণ কেনার আগ্রহ প্রকাশ করে। তখন চিটাররা টাকার বিনিময়ে এসব সোনার বার বিক্রি করে দেয়। পরে ক্রেতা বুঝতে পারে যে এই সোনার বারগুলি নকল। পুলিশ জানায় এটি একটি বিশাল র্যাকেট। গ্রেপ্তারের পর তাদের পুলিশ হেফাজতে নিয়ে যায় এবং পুলিশের হেফাজত সময়কালে দিনহাটা থানার পুলিশ চতুর্থ নম্বর নকল সোনার বার উদ্ধার করি এবং বাকি ৮ আসামিকে গ্রেপ্তার করে। আটজনের মধ্যে দুজন অভিযুক্ত ব্যক্তি দিনহাটা থানার অধীনে পেটলা এলাকার এবং বাকি ৮ জন আসামের বাসিন্দা। পুলিশি হেফাজত থাকাকালীন সময়ের মধ্যে তাদের দখল থেকে 2,55,000 টাকা / জাল মুদ্রার নোট উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখন আসামিরা সকলেই দিনহাটা থানার জেল হেফাজতে রয়েছে।
# | message |
---|