/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2024-08-11 | কোচবিহার,রাজনীতি | উত্তরের হাওয়া | Views : 357
উত্তরের হাওয়া, ১১ আগস্ট: বিজেপির দখলে থাকা ফের একটি গ্রাম পঞ্চায়েত কার্যত দখল নিল তৃণমূল। মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। গ্রাম পঞ্চায়েতের বিজেপির দুই পঞ্চায়েত সদস্য জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগ দেয়। এরফলে ওই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় ১২। বিজেপির ১১। গত পঞ্চায়েত নির্বাচনে মোট গ্রাম পঞ্চায়েত সদস্য সংখ্যা ছিল ২৩। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ১০ ও বিজেপির পেয়েছিল ১৩। এদিন বিজেপির থেকে দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন, ফলে বর্তমানে তৃণমূল ১২ ও বিজেপি ১১ এবার সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। দলত্যাগী পঞ্চায়েত সদস্য মৌমিতা অধিকারী দাস বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতেই তৃণমূলে যোগদান।‘ জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘এদিন রুইডাঙা গ্রাম পঞ্চায়েত দখলে এল। আগামীতে আরও গ্রাম পঞ্চায়েত দখলে আসবে।‘
# | message |
---|---|
1 | 1 |