Wednesday 9 July 2025
2023-06-29 | দিনহাটা ,রাজনীতি | উত্তরের হাওয়া | Views :
দিনহাটা, ২৯ জুন: দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। নির্বাচন পাড়ি দিতে তোড়জোড় শাসক বিরোধী সবপক্ষেই। একের পর পর এক হিংসা ও প্রতিহিংসার ঘটনাও সামনে আসছে। এর মাঝেই বুধবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতির প্রায় শেষ মুহুর্তে ২০১৮ সালের পুরনো মামলায় বিজেপির জেলা পরিষদের ২৬ নং আসনের প্রার্থী তরণীকান্ত বর্মনের গ্রেপ্তারি ও বৃহস্পতিবার দিনহাটা মহকুমা আদালতে তার জামিনের আবেদন নাচকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন দুপুরে কোচবিহারের জেলা পরিষদ ২৬ নং আসনের বিজেপির প্রার্থী তরণী কান্ত বর্মনকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করে দিনহাটা থানার পুলিশ। তাকে আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করেন ও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আদালতের নির্দেশে তাকে ১২ ই জুলাই পর্যন্ত তাকে জেলেই কাটাতে হবে। এই নির্দেশের খবর চাউর হতেই রাজনৈতিক মহলে চাপান উতোর শুরু হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আনছে বিজেপি শিবির। শাসকদল অবশ্য অভিযোগ উড়িয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালে প্রতিমা বর্মন নামে এক মহিলা সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই মহিলার অভিযোগ, তাকে এবং তার স্বামীকে বেশ কয়েকজন ভয় দেখায়। গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত মারধর , এবং গাড়ি থেকে নামিয়ে তাদের কাছে থাকা ৫০ হাজার টাকা নগদ সোনার মালা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করার পাশাপাশি গাড়ি ভাঙচুর করে। এরপরে এই ঘটনায় সাহেবগঞ্জ থানায় তরনী কান্ত বর্মনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপরেই পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন গত ৯ জুলাই তরুণীকান্ত বর্মন জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু কলকাতা হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের মধ্যে দিনহাটা মহকুমা আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক ১৪ দিন পেরিয়ে গেলেও আদালতে হাজির হননি তরনী। এমন পরিস্হিতিতে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপরেই বুধবার বিকেলে দিনহাটা ২ ব্লকের শালমারা এলাকায় তার বাড়িতে গিয়ে কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তাকে গ্রেফতার করে। পরে তাকে কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এদিন দুপুরে নিয়ে এসে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে তার জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এবিষয়ে দিনহাটা মহকুমা আদালতের সরকারি আইনজীবী নিহার রঞ্জন গুপ্তা জানান, এদিন তরণীকান্ত বর্মনকে আদালতে পেশ করা হয়েছিল। মাননীয় বিচারক সমস্ত দিক বিবেচনা করে জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতা তরণী। তিনি কোচবিহার জেলা পরিষদের প্রার্থী ছিলেন। বর্তমানে দিনহাটা ২ পঞ্চায়েত সমিতির বিদায়ী সদস্যও।দলীয় মতবিরোধের জেরে কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তরণীকান্ত বর্মন। স্বভাবতই পঞ্চায়েত ভোটের প্রস্তুতির শেষ মুহুর্তে তার পুরোনো মামলায় গ্রেপ্তারি রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রতিহিংসা কিনা তা নিয়েও শুরু হয়েছে চর্চা। পঞ্চায়েত নির্বাচনের মুখে বিজেপি প্রার্থীর গ্রেপ্তারির ঘটনায় কোচবিহার জেলা জুড়ে রাজনৈতিক মহলে অভিযোগ ও পাল্টা অভিযোগের সুর। চাপান উতোর শুরু হয়েছে শাসক ও বিরোধী শিবিরে। ঘটনার পরে বুধবার রাতেই কোচবিহার কোতোয়ালি থানায় পৌঁছে যান বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় সহ বিজেপির জেলা নেতৃত্ব। সব রকম ভাবে বিজেপি প্রার্থীর পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি আইনি সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি। এদিন দিনহাটা মহকুমা আদালতের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গ্রেফতার হওয়া বিজেপি প্রার্থী তরণীকান্ত বর্মন বলেন, আমি রাজনৈতিক চক্রান্তের শিকার। উদয়ন গুহ চক্রান্ত করে তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়েছে এমনটাও অভিযোগ করেন তিনি। এই ঘটনা নিয়ে সুর চড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কার্যত কোচবিহার জেলা স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তরণী কান্ত বর্মনের মন্তব্য প্রসঙ্গে বলেন, কেস কি আমি করেছি? আইন আইনের পথে চলছে।