/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2024-01-24 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views : 121
উত্তরের হাওয়া, ২৪ জানুয়ারী: জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বুধবার বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের কলোনির মাঠে প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের শিশুদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা বর্মন। উপস্থিত ছিলেন দিনহাটা দুই নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুধীর বর্মন, ক্রীড়া প্রেমী দীপক কুমার ভট্টাচার্য সহ বামন হাট ১ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সদস্যা, এলাকার বিদ্যালয় সমূহের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, শুধুমাত্র পড়াশুনা নয়, পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা এবং শরীর চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খেলাধুলার মধ্য দিয়ে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়, ২০০ মিটার, আলু দৌড়, লং জাম্প, হাই জাম্প সহ এদিন মোট ৩৪টি ইভেন্টে প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
# | message |
---|---|
1 |