Wednesday 9 July 2025
2024-02-29 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২৯ ফেব্রুয়ারি : দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন ২০২৪। গণতন্ত্রের উৎসবে শমিল হবেন দেশের সকল নাগরিক। আজ বৃহস্পতিবার দিনহাটা ২ ব্লকের বিভিন্ন প্রান্তের শতায়ু ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন স্হানীয় বিডিও নিতীশ তামাং। এদিন সংশ্লিষ্ট ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের খোঁচাবাড়ি, বামনহাট ২ গ্রামের কালমাটি সহ বিভিন্ন এলাকায় যান তিনি। সেই সব এলাকার ১০০ বছরের বেশী বয়সী ভোটারদের নথি যাচাইয়ের পাশাপাশি শতায়ু ভোটারদের বাড়ি গিয়ে স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন বিডিও। এছাড়াও তাদের বিভিন্ন অসুবিধাগুলি সম্পর্কে খোঁজ নিয়েছেন তিনি। বিডিও জানালেন, ব্লক জুড়ে মোট ৩৭ জন শতায়ু ভোটারের খোঁজ পেয়েছি আমরা। এদিন তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হয়েছে। এনাদের মধ্যে ৭ জন মারা গিয়েছেন।