Wednesday 9 July 2025
2024-06-23 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২৩ জুন: বড়সড় সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করলো বক্সিরহাট থানার পুলিশ। জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে WB 64AD9324 নম্বরে গাড়ি থেকে তিনজনকে উদ্ধার করেছে পুলিশ সেখানে লুৎফর আলী ওরফে তোশান নামে এক ব্যক্তির কাছ থেকে একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও একটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ বলে জানা যায়।