Wednesday 9 July 2025
2024-07-20 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হওয়া, কোচবিহার, ২০ জুলাই: বাইক চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কোচবিহারের দিনহাটা থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার কোতোয়ালি থানার অন্তর্গত চিলকিরহাট এলাকার শিবু বর্মনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে হদিশ পেয়ে দিনহাটা থানার এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম, আজিজুল মিঞা ও বিশ্বজিত বর্মনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটো বাইক। পুরো বিষয়টি বিশদে খতিয়ে দেখছে পুলিশ। এদের সাথে আন্তজেলা কোন বড় বাইক চোরচক্র জড়িয়ে আছে কিনা সেসবও খতিয়ে দেখছে পুলিশ।