Friday 17 October 2025
2024-02-18 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২৮ ফেব্রুয়ারি: দিনহাটা পাঁচমাথা মোড় থেকে সাহেবগঞ্জ পর্যন্ত রাস্তা সম্প্রসারনের কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী মাননীয় উদয়ন গুহ। রবিবার সকালে দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোড এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনহাটা থেকে সাহেবগঞ্জ যাওয়ার গুরুত্বপূর্ণ এই রাস্তার প্রশস্তিকরন এবং দৃঢ়করনের কাজের সূচনা করেন মন্ত্রী উদয়ন গুহ। জানা গেছে দীর্ঘ ১৪ কিলোমিটার ওই রাস্তা সম্প্রসারণ এর কাজ করা হবে। পূর্ত দপ্তরের অধীনে রয়েছে সেই রাস্তা দীর্ঘদিন ধরেই রাস্তা সংস্কারের দাবি উঠছিল বিভিন্ন জায়গা থেকে অবশেষে সেই দাবি মান্যতা পেল এবং শুরু হচ্ছে রাস্তা সংস্কারের কাজ। কিছুদিন আগেই কোচবিহার সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই রাস্তার কাজের শিলান্যাস করেন তিনি। আর এদিন থেকেই শুরু হয়ে গেল রাস্তা সংস্কারের কাজ। যারা গেছে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ওই রাস্তা সম্প্রসারণে কাজ করবে পূর্ত দপ্তর নির্দিষ্ট বরাতকৃত সংস্থার কে দিয়ে। এদিন বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ বিরোধীদের তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, যারা বলছে উন্নয়ন হচ্ছে না তাদের চোখের সমস্যা রয়েছে অবিলম্বে চশমা ব্যবহার করা প্রয়োজন যদি তারপরেও ঠিক না হয় তাহলে হারপিক দিয়ে চোখ পরিষ্কার করার নিদান দেন তিনি। পাশাপাশি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা জুড়ে নানা রকম উন্নয়ন প্রকল্প চালিয়ে যাচ্ছেন তারপরেও তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে নানাভাবে। এদিনের অনুষ্ঠানের মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরি , ভাইশ চেয়ারম্যান সাহা চৌধুরী, বিশু ধর, পূর্ত দপ্তরের আধিকারিকরা সহ অন্যান্যরা।