/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2023-06-29 | দিনহাটা ,ফুটবল | উত্তরের হাওয়া | Views : 237
উত্তরের হাওয়া, ২৮ জুনঃ অনূর্ধ্ব ২০ ফুটবল দলের খেলোয়াড় তথা কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা তানিয়া কান্তিকে সম্বর্ধনা দিলেন দিনহাটা ভেটারেন্স স্পোর্টস এন্ড ফিটনেস ক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার সকালে দিনহাটার সংহতি ময়দানে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে তানিয়াকে সম্বর্ধনা দেওয়া হয়। প্রসঙ্গত, তানিয়া ভারতের অনূর্ধ্ব ২০ মহিলা ফুটবল দলের সদস্যা। তার বাবা সাধারণ ট্যাক্সি চালক। প্রচন্ড অভাব সহ্য করে তানিয়া স্হানীয় সংহতি ময়দানে নিয়মিত প্রস্তুতি সেরে সে বর্তমানে জাতীয় দলের খেলোয়াড়। দিনহাটা ভেটারেন্স এন্ড ফিটনেস ক্লাবের তরফে তাকে আগেও উৎসাহিত করা হয়েছিল। নিজেকে জাতীয় দলের অন্যতম সদস্যা হিসেবে প্রতিষ্ঠা করায় এদিন তাকে সম্মানিত করা হয়। এদিনের অনুষ্ঠানে দিনহাটা হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শ্যামল ধর বিশিষ্ট ক্রীড়াবিদ ও দিনহাটা ভেটালেন্স এন্ড ফিটনেস ক্লাবের কর্ণধার চন্দন সেনগুপ্ত প্রমূখ উপস্হিত ছিলেন। চন্দন সেনগুপ্ত বলেন, আমাদের চোখের সামনে বড় হতে দেখা মেয়েটি এখন জাতীয় দলের খেলোয়াড়। ভাবতে নিজেকে ভীষণ গর্ববোধ হচ্ছে। তানিয়াকে সম্বর্ধনা দিতে পেরে আমরা গর্বিত।
# | message |
---|