/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2024-07-13 | দিনহাটা ,কোচবিহার, | উত্তরের হাওয়া | Views : 187
উত্তরের হাওয়া, ১৩ জুলাইঃ কোচবিহার জেলা পুলিশের মানবিক উদ্যোগ ‘উৎসর্গ’। কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে দিনহাটা থানার উদ্যোগে দিনহাটার হেমন্ত বসু কর্নার প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। - "রক্তদান মহৎ দান, রক্ত দিয়ে বাঁচান প্রাণ”। রক্তের সংকট মেটাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। আজ শনিবার সকাল ১০ টা নাগাদ দিনহাটা হেমন্ত বসু কর্নারে রক্তদান শিবিরের আয়োজন জেলা পুলিশের উদ্যোগে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দুত্যিমান ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার গোপাল কৃষ্ণ মিনা, এসডিপিও ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদক, দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ প্রমুখ। এই রক্তদান শিবিরে পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার্স সহ সাধারন মানুষেরাও রক্ত দান করেন। রক্তের অভাবে প্রাণ যায় অনেক মানুষের। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়, তাই এবার সচেষ্ট হয়েছে জেলা পুলিশ। বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জির নির্দেশিকা অনুযায়ী প্রতিবারের ন্যায় এবছরও রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়া হয়। যাতে রক্তের ঘাটতি ঘুচিয়ে নিয়ে আসা সম্ভব হয়ে ওঠে। এছাড়া তিনি আরো বলেন মূমূর্ষ রোগীদের রক্তের অভাবে বিপদের সম্মুখীন হতে না হয়। সেই দিকে দৃষ্টি রেখে এই রক্তদান শিবিরের আয়োজন।
# | message |
---|