/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Sunday 23 March 2025
2025-01-09 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views : 4303
উত্তরের হাওয়া, ৯ জানুয়ারি: শুরু হল কোচবিহার ফিল্ম সোসাইটির উদ্যোগে এবং সিনে ক্লাব এ বি এন শীল কলেজের সহায়তায় তিন দিনের ৪১ তম কোচবিহার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ বিন এন শীল কলেজের বিদ্যাসাগর হলে এই উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট পরিচালক রাজা সেন। উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার মেডিকেল কলেজের এম এস ভি পি ডাক্তার সৌরদ্বীপ রায়, পঞ্চান বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক জ্যোতিপ্রসাদ রায়, এ বি এন শীল কলেজের অধ্যক্ষ নিলয় রায় কোচবিহার ফিল্ম সোসাইটির সহ সভাপতি পার্থ সারথী ব্রহ্ম। এদিন পরিচালক রাজা সেন ফিল্ম সোসাইটির কাজের প্রশংসা করার পাশাপাশি, এই ফেস্টিভ্যাল আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন ৪১ বছর ধরে কোচবিহারের বুকে ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন হচ্ছে এটা খুব বড় বিষয়। ফিল্ম সোসাইটির অনুষ্ঠানের সংগে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত রবীন্দ্রনাথ ঘোষ বলেন "কোচবিহার ফিল্ম সোসাইটির এই উদ্যোগ ভাল, প্রতিবছর তারা এই ভাবেই ফেস্টিভ্যাল করেন, আমরা যারা কলকাতা চলচ্চিত্র উতসবে ভাল ছবি দেখার সুযোগ পাইনা তাদের কিছু ভাল ছবি দেখার সুযোগ করে দেওয়ার জন্য ফিল্ম সোসাইটিকে ধন্যবাদ " কোচবিহার ফিল্ম সোসাইটির সাধারনত সম্পাদক শংকর নারায়ন দাস এবিএন শীল কলেজের সিনে ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন তাদের সহযোগিতার জন্য। আগামী ১১ তারিখ পর্যন্ত দেশ বিদেশের বিভিন্ন ছবি দেখানোর পাশাপাশি স্থানীয় পরিচালদের তৈরি ছবির প্রতিযোগিতা থাকছে। এছারাও কলেজ ছাত্র ছাত্রীদের জন্য এই বছর মোবাইলে তৈরি ছবির প্রতিযোগিতা রাখা হয়েছিল, সেই ছবি গুলিও দেখানো হবে। পাশাপাশি থাকছে ফিল্ম নিয়ে আলোচনা।
# | message |
---|