/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Tuesday 22 April 2025
2025-02-28 | রাজ্য | উত্তরের হাওয়া | Views : 4920
উত্তরের হাওয়া, ২৮ ফেব্রুয়ারি: দশ দফা দাবিতে ধূপগুড়ি শহরের সুপার মার্কেট মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বামপন্থী সংগঠন সিপিএম-এর কৃষক সভা। মূলত আলুর বন্ড, ১০০ দিনের কাজসহ কৃষকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করেই এই আন্দোলন সংগঠিত হয়। দীর্ঘক্ষণ ধরে চলা এই অবরোধের ফলে শহরের মূল সড়ক ও ফালাকাটা রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ ও যানবাহন চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। কৃষক সভার দাবি, রাজ্য ও কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রতি উদাসীন। ন্যায্য মূল্যে ফসল বিক্রি, ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদান, সার ও কীটনাশকের দাম নিয়ন্ত্রণসহ একাধিক বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।
# | message |
---|