Wednesday 9 July 2025
2025-05-05 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৫ মেঃ বঞ্চনার প্রতিবাদে এক মঞ্চে তিন পরিষেবা সংগঠন। সোমবার দুপুর সাড়ে তিনটায় কুচবিহার জেলা শাসক দপ্তরের সামনে জমায়েত করেন পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ মিড-ডে মিল কর্মী ইউনিয়নের শতাধিক সদস্য। ১৭ দফা দাবির ভিত্তিতে তাঁরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন। আন্দোলনকারীদের বক্তব্য, “রাজ্যজুড়ে লক্ষাধিক আইসিডিএস, আশা ও মিড-ডে মিল কর্মী স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ তাঁদের পারিশ্রমিক, নিরাপত্তা বা স্থায়ী নিয়োগ— কোনও কিছুই সুনিশ্চিত নয়।” ডেপুটেশনে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ইউনিয়নগুলির জেলা প্রতিনিধিরা। তাঁরা জানান, সরকার যদি দীর্ঘদিন ধরে চলে আসা এই দাবিগুলিকে গুরুত্ব না দেয়, তাহলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। জেলাশাসক দপ্তরের পক্ষ থেকে প্রতিনিধিদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং তা রাজ্য প্রশাসনের উচ্চ মহলে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে। তবে দাবি পূরণ সংক্রান্ত কোনও তাৎক্ষণিক প্রতিশ্রুতি মেলেনি। এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলা প্রশাসন দপ্তরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। শান্তিপূর্ণ ভাবেই ডেপুটেশন কর্মসূচি সম্পন্ন হয়।