/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Tuesday 22 April 2025
2025-03-15 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views : 4064
উত্তরের হাওয়া, ১৫ মার্চঃ শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনহাটা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার চওড়া হাটে প্রায় ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ক্ষতির পরিমাণ ৭৫ লক্ষ থেকে দেড় কোটি টাকা। আজ ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে আলু-পেঁয়াজ ও সুপারি সহ কয়েকটি পাইকারি দোকানে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়েই দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশাপাশি, ঘটনাস্থলে আসেন— উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী। দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী অভিযোগ করেন, "বাজারের সংস্কার ও নিরাপত্তা বাড়ানোর দাবি বহুবার জানানো হলেও রেগুলেটেড মার্কেট কমিটি কোনো পদক্ষেপ নেয়নি। এবার আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাবো।" দমকল সূত্রে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্তের পরই আসল কারণ জানা যাবে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, "ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত ব্যবসায়ীদের ক্ষতি পূরণে কার্যকর পদক্ষেপ নেয়।
# | message |
---|