Wednesday 9 July 2025
2023-07-03 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
দিনহাটা শহরে ঝুড়িপাড়া মোড় এলাকায় বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ সংশ্লিষ্ট ওই এলাকায় বিদ্যুতের খুঁটিতে হঠাৎই আগুন লাগার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই গোটা এলাকার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দিনহাটা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন সেখানে এসে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অন্যদিকে ঘটনার খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের। তারাও ঘটনা স্থলে ছুটে আসেন। বেশ কিছুক্ষণ সময় পরে দমকলকর্তাদের সহযোগিতায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। স্বাভাবিকভাবেই রাতের বেলা এ ধরনের ঘটনা ঘটায় অনেকেই আতঙ্কিত।