Wednesday 9 July 2025
2024-01-06 | দিনহাটা , | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৬জানুয়ারি: পরীক্ষায় টুকলি বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দিনহাটা কলেজ। পরীক্ষায় যারা নকল করেছে তাদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নিতে চলেছে দিনহাটা কলেজের অধ্যক্ষ ড:আব্দুল আউয়াল। আজ কলেজের অধ্যক্ষ পরীক্ষা চলাকালীন কলেজের পরীক্ষার হল গুলো স্বয়ং পরিদর্শন করেন, এবং মোবাইল সঙ্গে নিয়ে পরীক্ষা দেওয়া, নকল করা এবং একে অন্যের সাথে খাতা পরিবর্তন করার অপরাধে আজকে তিনি ৭ জন পরীক্ষার্থীকে পরীক্ষার হল থেকে সরাসরি বহিষ্কার করেন। এদের চারজন সংস্কৃত বিভাগের ২ জন দর্শন বিভাগের এবং একজন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। এছাড়াও গত ৪জানুয়ারি বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন ও তিনি পরীক্ষার হল সরজমিনে পরিদর্শন করেন এবং একই অপরাধে দুজন ছাত্রকে তিনি হল থেকে সরাসরি বহিষ্কার করেন। আরো জানা যাচ্ছে যে গত বৃহস্পতিবার যে সকল অসাধু জেরক্স ব্যবসায়ী এই টুকলি গুলো তৈরি করে ছাত্রদের সরবরাহ করেছে তাদের বিরুদ্ধেও অধ্যক্ষ দিনহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবং অভিযোগের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের সরবরাহের জন্য তৈরি করা টুকলি সহ একজন অসাধু জেরক্স ব্যবসায়ীকে পুলিশ আটক করে। দিনহাটা কলেজের পরীক্ষা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আউয়াল বদ্ধপরিকর। এই সম্পর্কে দিনহাটা কলেজের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি শ্রী জয় মুখার্জি মন্তব্য করেন দিনহাটা কলেজের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ কলেজের পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর এবং অধ্যক্ষ টুকলি কারীদের এবং তা সরবরাহকারীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবেন দিনহাটা কলেজের টিচার্স কাউন্সিল সর্বদা তার পাশে থাকবে।