/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Tuesday 22 April 2025
2024-05-29 | দিনহাটা ,কোচবিহার | উত্তরের হাওয়া | Views : 228
উত্তরের হাওয়া, ২৯ মে: সোনার বার কিনে প্রতারিত। তার পরেই দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের, গ্রেফতার তিন ব্যক্তি। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য জানান, গত ১৩ই মে বিহারের ঘুসকুড়ির বাসিন্দা মনীশ কুমার দিনহাটা থানায় ফোন করে একটি লিখিত অভিযোগ জমা করেন। তিনি লিখিত অভিযোগে জানান যে তার কাছে একটি নম্বর থেকে ফোন আসে এবং তাকে ফোন করা ব্যাক্তি নিজের নাম রাজু বলে পরিচয় দেন। পাশাপাশি রাজু, মনীশকে জানায় যে মাটি খুঁড়তে গিয়ে একটি সোনার বার পেয়েছেন। হোয়াটসঅ্যাপ মারফত সেই সোনার বারের ছবি ও পাঠিয়ে দেন মনীশকে। এরপর রাজু বলে যে বাজার মূল্যের থেকে সেই সোনার বার কম মূল্যে বিক্রি করবে। সেই মোতাবেক মনীশ সোনার বার কিনতে রাজি হয় এবং গত ১৫ ই মে রাজুর দেওয়া ঠিকানা মতো দিনহাটা আসেন। মনীশ দিনহাটায় এসে তিন জনের সঙ্গে দেখা করেন তাদের ভাড়া বাড়িতে। সেখানে সোনার বারের দাম ঠিক করেন ৬লক্ষ ৫৪ হাজার টাকা। তারপর মনীশ বিহার ফিরে যান এবং গত ১৯মে আবারও দিনহাটা এসে ৬লক্ষ ৫৪ হাজার টাকা দিয়ে সোনার বারটি ক্রয় করেন এবং বিহারে ফিরে যান। পরবর্তী সময়ে বিহারে ফিরে স্থানীয় এক গহনার দোকানদারের কাছে সোনার বারটি পরীক্ষা করালে জানতে পারেন সোনার বারটি নকল। এরপর সোনার বার কিনে প্রতারিত হয়ে আবারও দিনহাটা থানার সঙ্গে যোগাযোগ করে মনিশ। সেই ঘটনার তদন্তে নেমে দিনহাটা থানার পুলিশ সফিকুল ইসলাম, ফখরুদ্দিন ও এনামুল হক নামে তিন জনকে গ্রেফতার করে। আজ বুধবার তিনজনকেই দিনহাটা মহকুমা আদালতে হাজির করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলেন জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
# | message |
---|