/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2024-03-28 | দিনহাটা ,রাজনীতি | উত্তরের হাওয়া | Views : 207
উত্তরের হাওয়া, ২৮ মার্চ, দিনহাটা: ভোটের মুখেও হিংসা যেন পিছু ছাড়ছে না দিনহাটায়। রাজনৈতিক সন্ত্রাস, আক্রমন ও পাল্টা আক্রমনের ঘটনায় ফের সরগরম হয়ে উঠল কোচবিহারের দিনহাটা বিধানসভা। বুধবার রাতে সংশ্লিষ্ট বিধানসভার বামনহাট ২ গ্রামপঞ্চায়েতের দক্ষিন কালমাটি এলাকায় স্হানীয় তৃনমুল নেতা তথা দিনহাটা ২ পঞ্চায়েত সমিতির সদস্য দীলিপ চন্দ্র বর্মনের বাড়িতে বিজেপি আশ্রিত সশস্ত্র দুস্কৃতিরা ভাঙচুর ও মারধর চালায় বলে অভিযোগ ঘাসফুল শিবিরের । যদিও অভিযোগ অস্বীকার করে শাসক শিবিরের বিরুদ্ধে পাল্টা বিজেপির শক্তিপ্রমুখ বিনয় সেনের বাড়িতে ভাঙচুর ও মহিলাদের শ্লীলতাহানির মতো অভিযোগ তুলেছেন পদ্ম নেতারা। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া বামনহাট ২ গ্রামপঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও সীমান্তবর্তী এই এলাকায় বিজেপির প্রভাবও রয়েছে। স্বভাবতই শাসক ও বিরোধীদের সমান সমান টক্করে বরাবরই রাজনৈতিকভাবে উত্তেজনা প্রবন। গত পঞ্চায়েতেও দেদার ভাঙচুর, গুলি চালনা সহ একাধিক কারনে শিরোনামে এসেছে এই এলাকা। এমন পরিস্হিতিতে লোকসভা ভোটের মুখে ফের রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় প্রবল উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার এলাকায় ঘুরতেই বোঝা গেল ঘটনার তীব্রতা কতটা ভয়াবহ। কেউ সরাসরি মুখ না খুললেও শাসক বিরোধী সংঘর্ষ যে গতরাতে মারাত্মক হয়েছিল তা সকলেরই চোখে মুখে স্পষ্ট। যদিও নিজেদের নির্দোষ প্রমানে ব্যস্ত শাসক বিরোধী দুই শিবিরই। দিলীপচন্দ্র বর্মনের স্ত্রী শোভারানি বর্মনের অভিযোগ, রাতে ঘুমাচ্ছিলাম। সেসময়ই ঘরে আক্রমণ করেছে বিজেপির দুস্কৃতিরা। প্রান ভয়ে ঘর থেকে বেরিয়ে যাই আমরা। তখনই ঘরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা ও ৩ ভরি সোনার গহনাও লুঠ করে নিয়ে গেছে তারা।তৃণমূলের বামনহাট ২ অঞ্চল কমিটির চেয়ারম্যান হানিফ শিকদারের কথায়, আমাদের স্হানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে হামলা চালিয়েছে বিজেপি। পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরেই এই হিংসা ও আক্রমনের রাজনীতি। যদিও বিজেপির কোচবিহার জেলা সম্পাদক জীবেশ বিশ্বাসের পাল্টা দাবী, তৃনমুলের হার্মাদ বাহিনী আমাদের স্হানীয় নেতার বাড়িতে ভাঙচুর চালিয়েছে। মহিলাদেরও ছাড় দেয়নি। নিজেদের দলীয় কোন্দলেই ওদের বাড়িতে আক্রমন ঘটে থাকতে পারে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মিথ্যা মামলায় ফাঁসাতেই এসব চক্রান্ত।
# | message |
---|