Wednesday 9 July 2025
2024-12-04 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৪ ডিসেম্বর: জেলাশাসক করণে কোচবিহার লোকাল লাইব্রেরী অথরিটির সদস্যদের নিয়ে কোচবিহার জেলা বইমেলা সহ লাইব্রেরী সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা আয়োজিত হলো। আগামী ২৩ শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এ বছরের কোচবিহার জেলা বইমেলা। চলবে আগামী ২৯ শে ডিসেম্বর অবধি । আজকের এই সভায় উপস্থিত ছিল পার্থ প্রতিম রায় সদস্য লোকাল লাইব্রেরি অথরিটি এছাড়াও উপস্থিত ছিল জেলাশাসকের এবং অন্যান্য আধিকারিকগণ।