Friday 17 October 2025
2024-08-04 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৪ অগাষ্ট: জোড়া সফলতা পেলো কোচবিহার জেলা পুলিশ। শনিবার চালসা মেটেলি থেকে আসা পাথর বোঝায় তিনটি ডাম্পার আটক করে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে তারা মেটালি এবং চালসা থেকে নদীর পাথর নিয়ে চ্যাংড়াবান্ধার দিকে যাচ্ছিল। সেই সময় তাদের আটক করা হয়। তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র, বৈধ নথি, রয়্যালিটি ছিল না। তিনটি ডাম্পার গাড়িকেই আটক করেছে পুলিশ। ঘটনায় তিনজন গাড়ির চালককে গ্রেফতার করেছে মেখলিগঞ্জ থানা। পাশাপাশি শনিবার বক্সিরহাট থানার অধীনে ডাঙ্গাপাকরি নাকা চেকিং এর সময় একটি গাড়ি আটক করা হয় যদি বারোবিসার দিক থেকে আসামির দিকে যাচ্ছিল। গাড়ি থেকে ২১ টি মহিষ উদ্ধার করা হয়। মহিষ গুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে গাড়ির চালক দেখাতে পারেনি। ঘটনায় গাড়ির চালক এবং খালাসিকে আটক করেছে পুলিশ। বর্তমানে গরুগুলি পুলিশ হেফাজতে রয়েছে।