Wednesday 9 July 2025
2025-02-17 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১৭ ফেব্রুয়ারি: উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ যেকোনোরকমের বৈদ্যুতিন যন্ত্র নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজ এক বিজ্ঞপ্তিতে সংসদ জানিয়েছে, নজরদারির দায়িত্বে থাকা শিক্ষক ও শিক্ষাকর্মী, ছাত্র ছাত্রী এবং পরীক্ষার সঙ্গে যুক্ত অন্যান্যরা মোবাইল বা কোনোরকম ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তবে পরীক্ষার্থীরা শুধুমাত্র সংসদের ছাড়পত্র দেওয়া ক্যালকুলেটর নিয়ে যেতে পারবেন। প্রতিটি কেন্দ্রের বাইরে মেটাল ডিটেক্টর রাখা হবে। সেন্টার ইন্ চার্জ, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার এবং কাউন্সিল মনোনীত কর্মী শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত বিষয়ে মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারলেও পরীক্ষার হলে মোবাইল নিয়ে যেতে পারবেন না বলে নির্দেশিকায় জানিয়েছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।