Tuesday 2 December 2025

2024-02-18 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১৮ ফেব্রুয়ারি: ওকরাবাড়িতে এক ব্যাক্তির বাড়ির পাটের গুদামে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। ঘটনার বিবরণে রবিবার সকাল আনুমানিক নয়টা নাগাদ জানা গিয়েছে যে দিনহাটা এক নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাকান্দি গ্রামে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির পাটের গুদামে আগুন লাগে। আগুনের ধোঁয়া দেখে পাড়া প্রতিবেশীরা আগুন নেভানোর কাজে এগিয়ে আসে। খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্র, কিছুক্ষনের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই বিষয়ে আশরাফুল ইসলাম বলেন পাটের গুদাম ঘরে থাকা পাটে আগুন লেগে যায় এবং গুদাম ঘরটিও আংশিক পুড়ে যায়। পাশপাশি তিনি বলেন পুড়ে যাওয়া পাট ও অসবাবপত্র মিলে পাঁচ লক্ষেরও বেশি টাকার ক্ষতি হয়েছে
