Wednesday 9 July 2025
2024-01-06 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৬ জানুয়ারি: রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পের অধীনে দিনহাটায় বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন। শনিবার দিনহাটা পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে একটি ক্লাবে দিনহাটা পৌরসভার ব্যবস্থাপনায় রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পের অধীনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা প্রদান কর্মসূচি নেওয়া হয়। পাশাপাশি যাদের ছানি অপারেশন প্রয়োজন তাদের নির্দিষ্ট একটি তারিখ সেখানে দেওয়া হয় বলে সূত্রে জানা যায়। এদিন সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ওই ওয়ার্ডের কাউন্সিলর সাবির সাহা চৌধুরী, কাউন্সিলর পার্থ সরকার সহ আরো অন্যান্যরা। ইতিমধ্যে দিনহাটা পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডের চোখের আলো প্রকল্প তার অধীনে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন সংশ্লিষ্ট ওই ওয়ার্ডের চোখের প্রকল্পের অধীনে সেই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বলে জানা যায়।